অনলাইন নিউজ ডেক্স : প্রথম দুই ম্যাচে জয় পাওয়ার পর হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে খুলনা টাইগার্স। পরপর চার ম্যাচে হারের মুখ দেখেছে মেহেদী হাসান মিরাজের দল। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে রোববার (১৯ জানুয়ারি) দুর্বার রাজশাহীর মুখোমুখি হয়েছে দলটি। আর সেই লড়াইয়ে শুরুটা ভালোই হয়েছে মিরাজদের।জয়ে ফিরতে রাজশাহীকে বড় লক্ষ্য দিল খুলনা। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। অধিনায়কের এই সিদ্ধান্তের যথাযথ মর্যাদা রেখেছেন ব্যাটাররা। মারকুটে ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ২০৯ রান করেছে খুলনার দলটি।
ব্যাটিংয়ে নেমে প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছেন দুই ওপেনার নাইম শেখ এবং মেহেদী হাসান মিরাজ। ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করে তারা। চতুর্থ ওভারে নাইম শেখকে ফিরিয়ে রাজশাহীকে প্রথম উইকেট এনে দেন জিশান আলম। পরের ওভারে তাসকিনের বলে পরপর দুই ছক্কা হাঁকিয়ে তৃতীয় বলে আউট হন তাসকিন। চারে নেমে কিছু করতে পারেননি অস্ট্রেলিয়ান অ্যালেক্স রসও। ৬০ রানে ৩ উইকেট নিয়ে পাওয়ারপ্লে শেষ করে খুলনা। ধাক্কা সামলে দ্রুত খুলনাকে খেলায় ফিরিয়েছেন আফিফ হোসেন এবং উইল বোসিস্টো। শুরুতে সেট হয়ে ধীরে ধীরে রানের গতি বাড়িয়েছেন তারা। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। ৪২ বলে ৫৬ রান করে আফিফ আউট হলে ভাঙে ১১৩ রানের এই জুটি। শেষদিকে ১২ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। আর তাতে দলীয় সংগ্রহটাও দুইশ ছাড়ায়। ৩৭ বলে ৫৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার উইল বোসিস্টো। রাজশাহীর হয়ে ৩৬ রানে ২ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। জিশান আলম নিয়েছেন একটি উইকেট।
প্রকাশ : ১৯/১/২০২৫/সুরমা টিভি ২৪/ইয়াসমিন