অনলাইন নিউজ ডেস্ক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন আজ। পাশে ছিলেন আপনি তাঁর স্ত্রী জুবাইদা রহমান।
সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে এবং পরিস্থিতির কারণে জিয়াউর রহমান রাজনীতিতে এসেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একজন সৈনিক, একজন রাজনীতিবিদ ও একজন রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমান সফল হয়েছেন।
শনিবার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকায় শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান এই সংগঠনের চেয়ারম্যান। অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে তাঁর স্ত্রী জুবাইদা রহমানও ভার্চ্যুয়ালি অংশ নেন। তিনি এই সংগঠনের সহসভাপতি।
‘যার গল্প আমাদের দর্শন’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, ‘দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে সময়ের দাবিতে জিয়াউর রহমানকে তিনভাবে দেখতে পাই। প্রথমত একজন সৈনিক হিসেবে। একজন সৈনিকের প্রতিশ্রুতি হচ্ছে, দেশকে রক্ষা করা, দেশের মানুষকে রক্ষা করা। আমরা দেখেছি, যখন সময় এসেছে দেশের স্বাধীনতা রক্ষা করার বা ছিনিয়ে আনার, দেশের মাটিকে শত্রুর কবল থেকে রক্ষা করার সেই সময় জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সময়ের প্রয়োজনে দেশের প্রয়োজনে পরিস্থিতির কারণে জিয়াউর রহমান রাজনীতিবিদ হিসেবে এসেছেন। রাজনীতিবিদ হিসেবে যখন কাজ শুরু করলেন, দেখেছি, তিনি ঢাকা শহরে বসে থাকেননি। একজন রাজনীতিবিদের কাজ যেহেতু মানুষের জন্য রাজনীতি করা। তিনি মানুষের কাছে ছুটে গিয়েছেন। ১৯ দফা দিয়ে দিয়েছেন, তা দিয়ে জাতিকে বিভক্ত না করে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। ধর্ম–বর্ণ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে পরিচয় দিয়েছেন আমরা বাংলাদেশি। রাজনীতিবিদ হিসেবে সফল হওয়ার কারণেই উনি চলে যাওয়ার পরও আমরা এই দলকে মানুষের মধ্যে ধরে রাখতে পেরেছি।’
তারেক রহমান বলেন, এরপর যদি দেখি একজন রাষ্ট্রনায়ক হিসেবে। রাষ্ট্রনায়কের কাজ হচ্ছে দেশের মানুষকে সঠিকভাবে পরিচালনা করা। মানুষের সমস্যার সমাধান করা। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের যে সোর্স, এর মধে৵ একটি গার্মেন্ট শিল্প, আরেকটা প্রবাসী আয়—এই দুটোতে জিয়াউর রহমানের অবদান আছে। তিনি আরও বলেন, রাষ্ট্রনায়ক হিসেবে বিবেচনা করলে সার্কের কথা এসে যায়। সার্ককে বাস্তবায়ন করার মাধ্যমে উনি কীভাবে বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরতে সক্ষম হয়েছেন।
অনুষ্ঠানে জুবাইদা রহমান বাংলাদেশ টেলিভিশনে বহুল আলোচিত শিশু–কিশোরদের অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানে অংশগ্রহণের স্মৃতিচারণা করে বলেন, ওই অনুষ্ঠানে খালেদা জিয়া ও জিয়াউর রহমানকে পেয়েছি কয়েকটি অনুষ্ঠানে। তাদের উৎসাহ অনুপ্রেরণা আমার মতো অনেকের চলার পথের পাথেয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জামাল হোসেন মজুমদার, চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল (উজ্জ্বল), কৃষিবিদ অধ্যাপক হালিম খান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিক ডোনার, বীর মুক্তিযোদ্ধা লুৎফুল হাসান, শাহ আমানউল্লাহ আমান, সদস্য সচিব সোহাগ আউয়াল ও ফাহাম আবদুস সালাম প্রমুখ।
এর আগে বিকেলে সেখানে জিয়াউর রহমানের চিত্র প্রদর্শনী করা হয়। এতে জিয়াউর রহমানের কর্মময় জীবন তুলে ধরা হয়। ওই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু–কিশোরেরা অংশ নেয়।
১৯/১/২০১/২৫/ সুরমা টিভি / শামীমা