অনলাইন নিউজ ডেক্স : গাছ (Azadirachta indica) দেশের প্রাচীনতম ও বহুল ব্যবহৃত একটি ঔষধি গাছ। এর প্রতিটি অংশ মানবদেহের নানা রোগ নিরাময়ে কার্যকর। বিশেষ করে নিম পাতা তার অগণিত স্বাস্থ্য উপকারিতার জন্য আয়ুর্বেদিক চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ নিম পাতা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতেও অত্যন্ত কার্যকর। চলুন, দেখে নেওয়া যাক, নিম পাতার কিছু গুণাগুণ অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিকনিম পাতার অন্যতম প্রধান গুণ হলো এর জীবাণুনাশক বৈশিষ্ট্য। চর্মরোগ, ক্ষত, এবং সংক্রমণ প্রতিরোধে নিম পাতার পেস্ট বা রস ব্যবহৃত হয়। এটি ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে ত্বককে সুস্থ রাখে।চর্মরোগ নিরাময়ে সহায়কএকজিমা, খোসপাঁচড়া, ও ব্রণের মতো ত্বকের সমস্যায় নিম পাতার ব্যবহার খুবই জনপ্রিয়। নিম পাতার পেস্ট বা রস চুলকানি ও ত্বকের লালচেভাব কমাতে সাহায্য করে।রক্ত পরিশোধকনিম পাতা রক্ত পরিশোধনে কার্যকর। নিয়মিত নিমপাতার রস পান করলে শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর হয় এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়।ডায়াবেটিস নিয়ন্ত্রণনিম পাতার নির্যাস রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে ভূমিকা রাখে।জ্বর ও ম্যালেরিয়া প্রতিরোধেম্যালেরিয়াসহ বিভিন্ন ধরনের জ্বরে নিম পাতা ব্যবহারের প্রচলন আছে। এর অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিপাইরেটিক গুণ জ্বর কমাতে সাহায্য করে।দাঁতের স্বাস্থ্য রক্ষানিমের পাতা বা ডাল প্রাচীনকাল থেকেই প্রাকৃতিক টুথব্রাশ হিসেবে ব্যবহৃত হয়। এটি মাড়ির স্বাস্থ্য ভালো রাখে এবং ক্যাভিটি প্রতিরোধ করে।কৃমিনাশকনিম পাতা কৃমি এবং অন্ত্রের প্যারাসাইট দূর করতে সাহায্য করে। এটি হজমশক্তি উন্নত করে।চুলের যত্নে নিম পাতানিম পাতার পেস্ট বা রস খুশকি ও মাথার ত্বকের সংক্রমণ দূর করে। এটি চুল পড়া রোধ করে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে।প্রদাহ ও ব্যথা উপশমনিম পাতার অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ ফোলাভাব ও ব্যথা কমাতে কার্যকর।পোকামাকড়ের কামড় ও ক্ষত নিরাময়েপোকামাকড়ের কামড়ে নিম পাতার পেস্ট ব্যবহারে আরাম পাওয়া যায় এবং দ্রুত ক্ষত সারতে সাহায্য করে।নিম পাতা প্রকৃতির এক বিস্ময়কর উপহার। এর বহুমুখী ঔষধি গুণাগুণ মানুষের সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক চিকিৎসার প্রতি ঝোঁক বাড়ছে, এবং নিম পাতা তার সহজলভ্যতা ও কার্যকারিতার জন্য সবসময়ই প্রাসঙ্গিক থাকবে। তবে যেকোনো ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।
প্রকাশ : ১৯/১/২০২৫/সুরমা টিভ ২৪/ইয়াসমিন