অনলাইন নিউজ ডেক্স : গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান সৌম্য সরকার। এরপর থেকেই মথের বাইরে এই বাঁহাতি। চলমান বিপিএলেও এখন পর্যন্ত মাঠে নামতে পারেননি তিনি। তবে সম্প্রতি চোট কাটিয়ে রংপুর রাইডার্সের অনুশীলনে যোগ দিয়েছেন সৌম্য।
আগামী মাসে পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরের। এই টুর্নামেন্ট সামনে রেখে এরই মধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে আছেন সৌম্য সরকার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেকে প্রস্তুত করার শেষ সুযোগ চলমান বিপিএল। কিন্তু আসরের অর্ধেক পেরিয়ে গেলেও এখনও মাঠে নামতে পারেননি সৌম্য।ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় আঙুলে আঘাত পান সৌম্য। তাতে আঙুল কেটে যায়, ছয়টি সেলাই পড়ে আঙুলে। তখন জানানো হয়েছিল, কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ফিট হতে পারেননি সৌম্য।অবশেষে ইনজুরি কাটিয়ে রংপুর রাইডার্সের অনুশীলনে যোগ দেয়া সৌম্য দ্রুতই মাঠে ফিরতে পারবেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। অনুশীলনে ফিরতে পেরে খুশি এই বাঁহাতি। বিপিএলের ব্রডকাস্টারকে দেয়া সাক্ষাৎকারে সৌম্য বলেন, ‘সবচেয়ে ভালো লেগেছে যে মাঠে আসতে পেরেছি। মাঠে এসে অনুশীলন করেছি, এটা খুবই ভালো।
আজকে দ্বিতীয়-তৃতীয় দিন ব্যাটিং করলাম। আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। যেহেতু আমরা ক্রিকেটার, সবসময়ই ভালো লাগে মাঠে আসতে, কাজ করতে।তবে মাঠে ফিরতে তাড়াহুড়া করতে চান না এই বাঁহাতি, চেষ্টা করছি (দ্রুত মাঠে ফিরতে)।
তবে এখানে জোরাজুরি করতে গেলে হিতে বিপরীত হতে পারে। ব্যাটিং করছি এখন, কিন্তু ফিল্ডিংয়ের কোনো কিছু এখনও ওইভাবে করা হয়নি। আস্তে আস্তে যেতে হবে, যেগুলো প্রক্রিয়া আছে, সেসবের মধ্য দিয়ে যেতে হবে।ফিজিও-চিকিৎসকদের পরামর্শ মেনেই মাঠে ফেরার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বলে জানান সৌম্য, ‘ফিজিও, চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে। উনারা ভালো বলতে পারবেন। আমি (ব্যাটিং) শেষ করে আমার ফিডব্যাক ফিজিওকে বলেছি। উনি আবার বাড়তি কিছু কাজ দিয়েছেন।
এরকমভাবেই চলছে, চেষ্টা যত দ্রুত সম্ভব ফিরতে।তিনি যোগ করেন, ‘পুরোপুরি না সারলে বরং বেশি ঝুঁকি। যদি তাড়াহুড়ো করে নেমে যাই এবং আবার সেখানে লাগে, তাহলে এক মাসের জায়গায় দুই মাস লেগে যেতে পারে (ফিরতে)। আমি, চিকিৎসক, রংপুর রাইডার্স, সব পক্ষ মিলে কথা বলেই ঠিক করতে হবে।
প্রকাশ : ১৮/১/২০২৫/সুরমা টিভি ২৪/ইয়াসমিন