, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত সফর করতে চান ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের আরও একটি ড্রোন ভূপতিত করেছে ইয়েমেনি হুতি ৫০০ টাকায় ২০ এমবিপিএস গতির ইন্টারনেট দিতে চায় আইএসপিএবি ছাদবিহীন বাস চালিয়ে আরো ছয় কিলোমিটার যাত্রা, যা বললেন চালক রবিবার সারা দেশে মহাসমাবেশ করবেন কারিগরি শিক্ষার্থীরা আনফ্রেলকে আশ্বাস প্রধান উপদেষ্টার : দেশের ইতিহাসে ‘শ্রেষ্ঠ নির্বাচন’ হবে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ খেলা শঙ্কায় ফেলে দিল! গণশিক্ষা উপদেষ্টা:প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে। আশ্বাস প্রধান উপদেষ্টার:ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার!
নোটিশ :
ভারত সফর করতে চান ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের আরও একটি ড্রোন ভূপতিত করেছে ইয়েমেনি হুতি ৫০০ টাকায় ২০ এমবিপিএস গতির ইন্টারনেট দিতে চায় আইএসপিএবি ছাদবিহীন বাস চালিয়ে আরো ছয় কিলোমিটার যাত্রা, যা বললেন চালক রবিবার সারা দেশে মহাসমাবেশ করবেন কারিগরি শিক্ষার্থীরা আনফ্রেলকে আশ্বাস প্রধান উপদেষ্টার : দেশের ইতিহাসে ‘শ্রেষ্ঠ নির্বাচন’ হবে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ খেলা শঙ্কায় ফেলে দিল! গণশিক্ষা উপদেষ্টা:প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে। আশ্বাস প্রধান উপদেষ্টার:ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার!

মানবতাবিরোধী অপরাধীরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এমন সুপারিশ করেছি: বদিউল আলম মজুমদার

  • SURMA TV 24
  • Update Time : ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ১৪৪২ Time View

অনলাইন নিউজ ডেস্ক:
যারা দুর্নীতিবাজ, মানবতাবিরোধী অপরাধ করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করেছে—এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

আজ শনিবার বেলা দুইটার দিকে কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বদিউল আলম মজুমদার।

বার্ডের ময়নামতি অডিটরিয়ামে ‘এ এইচ কে (আখতার হামিদ খান) স্যাটেলাইট সিটি বিষয়ে মনিরুল হক চৌধুরী প্রণীত কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন’ বিষয়ক ওই সেমিনারের আয়োজন করে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ নামের একটি সংগঠন। সেমিনারের মূল বক্তব্য উপস্থাপন করেন কুমিল্লার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

বদিউল আলম মজুমদার বলেছেন, ‘আমাদের রাজনৈতিক অঙ্গনটাকে দুর্বৃত্তমুক্ত করতে হবে, যাতে স্বৈরাচার, ফ্যাসিস্টরা আবারও ফিরে এসে যেন সংসদে আসন নিতে না পারে। আমাদের সংসদ ভবনটি অত্যন্ত সুন্দর ও দৃষ্টিনন্দন। এই সুন্দর ভবনটাতে কোনো কুৎসিত লোক যেন আবার প্রবেশ করতে না পারে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রায় দুই হাজারের মতো মানুষ প্রাণ দিয়েছেন। ২৫ থেকে ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকে চোখ হারিয়েছেন, কেউ পঙ্গুত্ববরণ করেছেন। তাঁদের রক্তদান যেন বৃথা না যায়, আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে। আমরা সংস্কার কমিশন থেকে সরকারের কাছে প্রায় ১৫০টি সুপারিশ করেছি।’

নির্বাচনব্যবস্থাকে শক্তিশালী করতে তাদের করা সুপারিশের বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন, ‘প্রায় সাড়ে তিন মাস ধরে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনে আমরা আটজন সব আইনকানুন ও বিধিবিধান পর্যালোচনা করেছি। বিভিন্ন প্রক্রিয়া শেষে আমরা ১৫০টির মতো সুপারিশ করেছি নির্বাচনব্যবস্থাকে শক্তিশালী করার জন্য। এর মধ্যে একটি সুপারিশ ছিল এনআইডি নিয়ে। যে আইনের মাধ্যমে এনআইডির নিয়ন্ত্রণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আমাদের সুপারিশে সেই আইন বাতিল করে এরই মধ্যে এনআইডির নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা আরেকটি প্রস্তাব করেছি, এনআইডির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক কার্যক্রম। যার কারণে ভবিষ্যতে এটির নিয়ন্ত্রণ স্বাধীন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। নির্বাচনে যাঁরা অংশগ্রহণ করবেন, তাঁদের যোগ্যতা-অযোগ্যতা নিয়ে আমরা বেশ কয়েকটি সুপারিশ করেছি। যারা দুর্নীতিবাজ, মানবতাবিরোধী অপরাধ করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করেছে—এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই সুপারিশ করা হয়েছে।’

রাজনৈতিক দলগুলো পরিচ্ছন্ন না হলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, ‘রাজনৈতিক দলগুলোকেও পরিচ্ছন্ন করার প্রস্তাব করেছি আমরা। রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক না হয়, স্বচ্ছ না হয়, জনকল্যাণমুখী না হয়, মানুষের কল্যাণে কাজ না করে, তাহলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। না ভোটের বিধান যেন চালু করা হয়, আমরা সেই সুপারিশও করেছি। গত তিনটি নির্বাচন, বিশেষ করে ২০১৮ সালে যেই কলঙ্কজনক নির্বাচন হয়েছে, বিশেষ কমিশন গঠন করে সেই নির্বাচনে যারা যুক্ত ছিল, জালিয়াতি করেছে, তদন্ত করে তাদের বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কেউই দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়, তাই আমরা সুপারিশ করেছি নির্বাচন কমিশনকে একটি সংসদীয় বিশেষ কমিটির কাছে দায়বদ্ধ হতে হবে। নির্বাচন কমিশন যদি কোনো অন্যায় করে, সংবিধান লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত করে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন দেবে সংসদীয় কমিটি। নির্বাচনের পরে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে কি না, সেই ঘোষণা নির্বাচন কমিশনকে দিতে হবে।’

রাষ্ট্রপতির বিষয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনকে নির্দলীয় করার সুপারিশ করেছি আমরা। স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করার কথাও বলেছি। বাজেটের ৩০ শতাংশ স্থানীয় সরকারকে দেওয়ার প্রস্তাবনা করেছি। কারণ, স্থানীয় সরকার মানুষের দোরগোড়ায় কাজ করে। রাষ্ট্রপতিকে নির্দলীয় করার সুপারিশ করেছি এবং রাষ্ট্রপতি নির্বাচনটা যেন আরও বড় পরিসরে হয়, সেই প্রস্তাব করেছি। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অংশগ্রহণ থাকবে রাষ্ট্রপতি নির্বাচনে।’

বার্ডের অতিরিক্ত মহাপরিচালক আবদুল করিমের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম এম শরীফুল করীম, কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া, জাতীয় সমবায় ইউনিয়নের সহসভাপতি কাজী নাজমুস সাদাত প্রমুখ।

১৮/১/২০২৫/ সুরমা টিভি/ শামীমা

ভারত সফর করতে চান ইলন মাস্ক

মানবতাবিরোধী অপরাধীরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এমন সুপারিশ করেছি: বদিউল আলম মজুমদার

Update Time : ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

অনলাইন নিউজ ডেস্ক:
যারা দুর্নীতিবাজ, মানবতাবিরোধী অপরাধ করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করেছে—এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

আজ শনিবার বেলা দুইটার দিকে কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বদিউল আলম মজুমদার।

বার্ডের ময়নামতি অডিটরিয়ামে ‘এ এইচ কে (আখতার হামিদ খান) স্যাটেলাইট সিটি বিষয়ে মনিরুল হক চৌধুরী প্রণীত কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন’ বিষয়ক ওই সেমিনারের আয়োজন করে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ নামের একটি সংগঠন। সেমিনারের মূল বক্তব্য উপস্থাপন করেন কুমিল্লার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

বদিউল আলম মজুমদার বলেছেন, ‘আমাদের রাজনৈতিক অঙ্গনটাকে দুর্বৃত্তমুক্ত করতে হবে, যাতে স্বৈরাচার, ফ্যাসিস্টরা আবারও ফিরে এসে যেন সংসদে আসন নিতে না পারে। আমাদের সংসদ ভবনটি অত্যন্ত সুন্দর ও দৃষ্টিনন্দন। এই সুন্দর ভবনটাতে কোনো কুৎসিত লোক যেন আবার প্রবেশ করতে না পারে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রায় দুই হাজারের মতো মানুষ প্রাণ দিয়েছেন। ২৫ থেকে ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকে চোখ হারিয়েছেন, কেউ পঙ্গুত্ববরণ করেছেন। তাঁদের রক্তদান যেন বৃথা না যায়, আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে। আমরা সংস্কার কমিশন থেকে সরকারের কাছে প্রায় ১৫০টি সুপারিশ করেছি।’

নির্বাচনব্যবস্থাকে শক্তিশালী করতে তাদের করা সুপারিশের বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন, ‘প্রায় সাড়ে তিন মাস ধরে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনে আমরা আটজন সব আইনকানুন ও বিধিবিধান পর্যালোচনা করেছি। বিভিন্ন প্রক্রিয়া শেষে আমরা ১৫০টির মতো সুপারিশ করেছি নির্বাচনব্যবস্থাকে শক্তিশালী করার জন্য। এর মধ্যে একটি সুপারিশ ছিল এনআইডি নিয়ে। যে আইনের মাধ্যমে এনআইডির নিয়ন্ত্রণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আমাদের সুপারিশে সেই আইন বাতিল করে এরই মধ্যে এনআইডির নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা আরেকটি প্রস্তাব করেছি, এনআইডির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক কার্যক্রম। যার কারণে ভবিষ্যতে এটির নিয়ন্ত্রণ স্বাধীন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। নির্বাচনে যাঁরা অংশগ্রহণ করবেন, তাঁদের যোগ্যতা-অযোগ্যতা নিয়ে আমরা বেশ কয়েকটি সুপারিশ করেছি। যারা দুর্নীতিবাজ, মানবতাবিরোধী অপরাধ করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করেছে—এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই সুপারিশ করা হয়েছে।’

রাজনৈতিক দলগুলো পরিচ্ছন্ন না হলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, ‘রাজনৈতিক দলগুলোকেও পরিচ্ছন্ন করার প্রস্তাব করেছি আমরা। রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক না হয়, স্বচ্ছ না হয়, জনকল্যাণমুখী না হয়, মানুষের কল্যাণে কাজ না করে, তাহলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। না ভোটের বিধান যেন চালু করা হয়, আমরা সেই সুপারিশও করেছি। গত তিনটি নির্বাচন, বিশেষ করে ২০১৮ সালে যেই কলঙ্কজনক নির্বাচন হয়েছে, বিশেষ কমিশন গঠন করে সেই নির্বাচনে যারা যুক্ত ছিল, জালিয়াতি করেছে, তদন্ত করে তাদের বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কেউই দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়, তাই আমরা সুপারিশ করেছি নির্বাচন কমিশনকে একটি সংসদীয় বিশেষ কমিটির কাছে দায়বদ্ধ হতে হবে। নির্বাচন কমিশন যদি কোনো অন্যায় করে, সংবিধান লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত করে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন দেবে সংসদীয় কমিটি। নির্বাচনের পরে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে কি না, সেই ঘোষণা নির্বাচন কমিশনকে দিতে হবে।’

রাষ্ট্রপতির বিষয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনকে নির্দলীয় করার সুপারিশ করেছি আমরা। স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করার কথাও বলেছি। বাজেটের ৩০ শতাংশ স্থানীয় সরকারকে দেওয়ার প্রস্তাবনা করেছি। কারণ, স্থানীয় সরকার মানুষের দোরগোড়ায় কাজ করে। রাষ্ট্রপতিকে নির্দলীয় করার সুপারিশ করেছি এবং রাষ্ট্রপতি নির্বাচনটা যেন আরও বড় পরিসরে হয়, সেই প্রস্তাব করেছি। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অংশগ্রহণ থাকবে রাষ্ট্রপতি নির্বাচনে।’

বার্ডের অতিরিক্ত মহাপরিচালক আবদুল করিমের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম এম শরীফুল করীম, কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া, জাতীয় সমবায় ইউনিয়নের সহসভাপতি কাজী নাজমুস সাদাত প্রমুখ।

১৮/১/২০২৫/ সুরমা টিভি/ শামীমা