মা-বাবা
হাবিবুর রহমান
যিনি আমায় জন্ম দিছেন প্রিয় সে যে মা,
বড় হয়ে কত কষ্ট দিছি আমায় করো ক্ষমা!
আবদারের সব পূর্ণ করেন তিনি আমার বাবা,
না জেনে করেছি কত জুলুম ক্ষমা পাবো কি যায় ভাবা!
ভয় পেলে মাগো তোমার আঁচলে পেয়েছে তখন ঠাই,
বাবার কষ্টে মানুষ হয়েছি আজও বিপদে তাকে পাই।
সকল কষ্ট ভুলে যাই মাগো তোমায় পাশে পেলে,
বাবার স্বপ্ন ভালো মানুষ হবো পড়া লেখা করলে।
মিছামিছি বন্ধু শত সুযোগ বুঝে থাকে পাশে,
মা-বাবা তো থাকে সব সময় নিঃস্বার্থ ভালোবেসে।