ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে হওয়া চুক্তি অনুমোদনে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে যুদ্ধবিরতি অনুমোদনে ভোটাভুটি হবে। এরপর বেনিয়ামিন নেতানিয়াহু সরকার চুক্তি অনুমোদনের ঘোষণা দেবে।
যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় টানা ১৫ মাসের সংঘাতের পর বুধবার (১৫ জানুয়ারি) গাজায় দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। কাতারি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। হামাস এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি যুক্তি অনুমোদন করেছে। তবে ইসরাইল এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তির অনুমোদন করেনি। চুক্তি অনুমোদনে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা থাকলেও নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে ‘শেষ মুহূর্তে সংকট’ তৈরি করছে বলে অভিযোগ করে বৈঠক পিছিয়ে দেন।
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, মধ্যস্থতাকারী দল নেতানিয়াহুকে জানিয়েছেন, জিম্মি মুক্তি নিয়ে একটি চুক্তি হয়েছে। চুক্তিটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠকের আগে শুক্রবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক হবে। বিবিসির প্রতিবেদনে মতে, নির্ধারিত সময়ে বৈঠক শুরু হয়েছে। তবে মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠক কখন হবে তা বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়নি। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী রোববারই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা। রাজনৈতিক বিশ্লেষকরা অনুমান করেছেন, রোববার যুদ্ধবিরতি শুরুর কথা থাকলেও যদি ইসরাইল শনিবার পর্যন্ত অনুমোদন সম্পন্ন করতে না পারে, তাহলে চুক্তি কার্যকর বিলম্বিত হতে পারে।
১৭/০১/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।