বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে হেনস্তার শিকার হলেন এক সাংবাদিক। গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের সমালোচনা করায় তাকে ব্রিফিং রুম থেকে টেনে হিচড়ে বের করে দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শেষ সংবাদ সম্মেলনে অংশ নেন বিদায়ী মার্কিন বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এদিন গাজা ইস্যুতে সাংবাদিকদের একের পর এক তীক্ষ্ণ প্রশ্নবাণে বিদ্ধ হন তিনি। এক পর্যায়ে গাজা নিয়ে বাইডেন প্রশাসনের সমালোচনা করেন স্যাম হুসেইনি নামের এক সাংবাদিক। মুহূর্তেই সবার সামনে থেকেই জোর করে তাকে বের করে নিয়ে যায় নিরাপত্তারক্ষীরা। এসময় স্যাম হুসেইনি বার বার তার গায়ে হাত দিতে নিষেধ করলেও তোয়াক্কা করেনি সংশ্লিষ্টরা। তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি।
সাংবাদিক স্যাম হুসেইনি বলেন, ‘আমি এখানে চুপচাপ বসে ছিলাম। আমাকে দু-তিনজন লোক হেনস্তা করে। আপনি মুক্ত সংবাদপত্র, মুক্ত গণমাধ্যমের কথা বলেন। আপনি আমাকে কষ্ট দিচ্ছেন। তিনি আমার প্রশ্নের উত্তর দেবেন না বলার পরে আমি প্রশ্ন তুলেছি।’
এক পর্যায়ে স্যামকে বারবার নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান ব্লিঙ্কেন। জবাবে অবজ্ঞার সুরে ওই সাংবাদিক বলেন, ‘অ্যামনেস্টি থেকে শুরু করে আন্তর্জাতিক বিচারিক আদালত সবাই যখন বলছে ইসরাইল গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তখন যুক্তরাষ্ট্র চলমান প্রক্রিয়ার প্রতি সম্মান জানাতে বলছে।’
এদিকে বুধবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেন। এক সংবাদসম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি বলেন, এই চুক্তি ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে। চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে ছয় সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন বন্দিকে মুক্তি দেয়ার পাশাপাশি গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে। একইদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাদাভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেন।
১৭/০১/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।