অনলাইন নিউজ ডেস্ক:
কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী’ পদযাত্রা শুরুর আগে ব্রিফিং করছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই অভ্যুত্থানকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘কাঁটাতারে শুধু ফেলানীর লাশ নয়, আজ ৫৩ বছর ধরে ভারতের কাছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ঝুলে আছে। এক দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক হবে সার্বভৌমত্বের, সম্মানের। কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র বিগত ৫৩ বছর বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেভাবে একটি দলের কাছে কুক্ষিগত করে রেখেছিল, ছাত্র-জনতা অভ্যুত্থানের মাধ্যমে তার মোক্ষম জবাব দিয়েছে।’
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার ‘মার্চ ফর ফেলানী’ পদযাত্রা শেষে জনসভায় সারজিস আলম এসব কথা বলেন। সকাল ১০টায় কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে এ পদযাত্রা শুরু হয়। এরপর পথে পথে পথসভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রায় ৪০ কিলোমিটার দূরে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলনিটারী গ্রামে ফেলানীর বাড়িতে গিয়ে এ পদযাত্রা শেষ হয়। তার আগে রামখানা বাজারে জনসভায় যোগ দেন সারজিস।
মেয়ে হত্যার বিচার চেয়ে কাঁদলেন ফেলানীর মা
সেখানে বক্তব্যে সারজিস বলেন, ‘আমরা সীমান্তে আর কোনো লাশ দেখতে চাই না। আজকের মার্চ ফর ফেলানী পদযাত্রা থেকে আমরা একটি বার্তা দিতে চাই, আমাদের আর কোনো ভাই বা বোন যদি সীমান্তে কাঁটাতারে ঝুলে থাকে, তবে আমাদের পরবর্তী মার্চ হবে সেই কাঁটাতারের বিরুদ্ধে। নতুন বাংলাদেশ আর কারও দাসত্ব করবে না।’
আগামী জাতীয় নির্বাচন বিষয়ে সারজিস বলেন, ‘ভালো মানুষকে দেখে ভোট দিতে হবে। নির্বাচনের সময় যাঁরা টাকা দিয়ে ভোট কিনে নেওয়ার চেষ্টা করবেন, মনে রাখবেন তাঁরা গণতন্ত্রের শত্রু। টাকা দিয়ে তাঁরা আগামী পাঁচ বছরের জন্য আপনার বাক্স্বাধীনতা কিনে নিতে চান। তাই এসব রাজনীতিবিদদের বর্জন করতে হবে। আর দলকানা হওয়া যাবে না। মার্কা দেখে ভোট দেওয়া যাবে না। যোগ্য লোক দেখে ভোট দিতে হবে।’ আওয়ামী লীগ সম্পর্কে সাবধান থাকার আহ্বান জানিয়ে সারজিস আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি হাসিনা পালিয়েছেন। তবে তাঁর এজেন্টরা এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছেন। তাঁরা দালালি করে এ দেশের মানুষের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য নির্বাচনে অন্য রূপ নিয়ে আসবেন। কিন্তু এ দেশের রাজনীতিতে তাঁদের আর জায়গা দেওয়া দেওয়া হবে না। তাঁরা খুনি হাসিনার মতো বিভিন্ন উন্নয়নের নাটক সাজাবে। এদিকে আমাদের সাবধান থাকতে হবে।’
১৬/১/২০২৫/সুরমা টিভি / শামীমা