অনলাইন নিউজ ডেক্স : অনন্ত তিনটি ব্যালন ডি’অর জিততে পারেন ইয়ামাল বয়স এখনও ১৮ হয়নি, আর এরইমধ্যে সাড়া ফেলে দিয়েছেন পুরো ফুটবল দুনিয়ায়। সবশেষ বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লামিনে ইয়ামাল।
এর আগে স্পেনের ইউরো জয়ের পথে দারুণ ভূমিকা রেখেছেন এই তরুণ ফুটবলার। বার্সেলোনার হয়েও দারুণ ফর্মে আছেন তিনি। তাইতো ইয়ামালকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন তার ক্লাব সতীর্থ রাফিনিয়া। তিনি মনে করেন, ক্যারিয়ারে অন্তত তিনটি ব্যালন ডি’অর জিততে পারেন ইয়ামাল।বার্সেলোনার দুই তারকার ফুটবলার লামিনে ইয়ামাল ও রাফিনিয়া। হান্সি ফ্লিকের দল বার্সেলোনার হয়ে দারুণ ফর্মে আছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া এবং স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল। এই দুই ফুটবলারের মধ্যে যদি কেউ ২০২৫ ব্যালন ডি’অরও জেতেন, তাহলেও অবাক হওয়ার কিছু নেই। ইয়ামাল সবশেষ কোপা ট্রফি জিতেছেন এবং গোল্ডেন বল স্ট্যান্ডিংয়ে অষ্টম হয়েছেন।
ইতোমধ্যে ১৭ বয়সী এই তারকার চোখ পড়েছে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত এই পুরস্কারের ওপর। বার্সেলোনার আর্মব্যান্ড এখন রফিনিয়ার হাতে। সম্প্রতি ক্লাবটির হয়ে তিনিও দারুণ ফর্মে রয়েছেন। সবশেষ ১৯টি লিগ ম্যাচে ১১টি গোল এবং ৬টি অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান। এবং সবশেষ সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করেছেন তিনি।
গত সোমবার (১৩ জানুয়ারি) রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা। তবে লা লিগার পয়েন্ট টেবিলে তারা ভালো অবস্থানে নেই। প্রশ্ন উঠেছে, কোচ হান্সি ফ্লিকের হাই লাইন ডিফেন্ডার ট্যাকটিক্স নিয়ে। তারপরেও টানা দুটি এল ক্লাসিকোয় রিয়ালকে হারিয়েছে বার্সেলোনা। এক সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, লামিনে ইয়ামাল বেশ কয়েকটি ব্যালন ডি’অর জিততে চলেছেন, অন্তত তিনটি।ব্যালন ডি’অর জয়ে নিজের সম্ভাবনা নিয়ে রাফিনিয়া বলেন, আমার লক্ষ্য প্রতিদিন নিজের উন্নতি করা। যদি এটা ঘটে, তাহলে ভালো। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যৌথ শিরোনাম (দলগত অর্জন)।
ব্যালন ডি’অর জিততে চাইলে এই মৌসুমে বার্সেলোনার হয়ে আরও ট্রফি জিততে হবে ইয়ামাল-রাফিনিয়াকে। শুধু তাই নয়, দলের জয়ে অবদান রাখতে হবে তাদের। তা ছাড়া ব্যালন ডি’অর জিততে আরও যে যে শর্ত আছে, সেগুলোও পূরণ করতে হবে তাদের। যেমন ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় পারফরম্যান্স ও সাফল্য এবং খেলোয়াড়ি মান ও ফেয়ার প্লে।
প্রকাশ : ১৫/১/২০২৫/সুরমা টিভি ২৪/ইয়াসমিন