ইসরাইলি সেনাবাহিনী গাজা-মিশর সীমান্ত বরাবর ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে। একটি বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে জোর সম্ভাবনার মধ্যে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ইসরাইলি সম্প্রচার মাধ্যম কেএএন এ খবর জানায়।
গাজায় যুদ্ধবিরতি কার্যকরে জোর আলোচনা চলছে। জিম্মি ও বন্দিবিনিময় চুক্তির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। আল-মায়েদিন জানায়, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে জিম্মি ও বন্দিবিনিময় চুক্তি নিয়ে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে বলে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঘোষণা করেছে কাতার। মধ্যস্থতাকারী হিসেবে কাতার আশা প্রকাশ করেছে, খুব শিগ্গির একটি চুক্তি সম্পন্ন হতে পারে। আলোচনায় সংশ্লিষ্ট মার্কিন ও ফিলিস্তিনি কর্মকর্তারাও একই কথা বলেছেন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার মার্কিন ও ইসরাইলি সংবাদমাধ্যম জানায়, গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরাইল। কেএএনের এক প্রতিবেদনে বলা হয়, ‘যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগে গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে প্রত্যাহারের প্রস্তুতির জন্য গত ২৪ ঘন্টা ধরে ইসরাইলি সেনাবাহিনীর দক্ষিণ কমান্ড একাধিক বৈঠক করেছে।’
নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে কেএএন জানায়, ‘ইসরাইলি সেনাবাহিনী রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিনি দিক থেকে প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে।’ সংবাদমাধ্যমটি আরও জানায়, ‘ফিলাডেলফি করিডোর (গাজা-মিশর সীমান্ত বরাবর) থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি ইসরাইলি, মিশরীয় ও মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের সাথে সমন্বয় করে করা হচ্ছে। এতে আরও বলা হয়েছে যে ‘হামাসের সাথে চুক্তি স্বাক্ষরের প্রথম কয়েকদিনের মধ্যে ইসরাইলি সেনাবাহিনী ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করবে। তবে এতে আরও বলা হয়, সেনাবাহিনী ‘মধ্য গাজার নেতজারিম এলাকায় নিজেদের অবস্থান এবং স্থাপন করা অবকাঠামো ভেঙে ফেলতে এক সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে।
১৫/০১/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।