পড়শী এবার বিয়ে নিয়ে মুখ খুললেন
- Update Time : ৫ ঘন্টা আগে
- / ৭ Time View
অনলাইন নিউজ ডেস্ক:
বিয়ের খবর নিয়ে আলোচনার মধ্যে মুখ খুললেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। গত বছরের ৪ মার্চ যুক্তরাষ্ট্রপ্রবাসী হামিম নীলয়কে বিয়ে করেন তিনি।
প্রায় এক বছর পর বিয়ের খবরটি প্রকাশ্যে এসেছে আজ। এর মধ্যে আজ সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে স্বামীর সঙ্গে পরিচয় কীভাবে—তা নিয়ে পড়শী লিখেছেন, ‘আজ থেকে ১৫ বছর আগে “ক্ষুদে গানরাজ” প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। “জন্ম-মৃত্যু-বিয়ে” আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি—এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।’
পড়শী জানান, হামিম নীলয় যুক্তরাষ্ট্রে থাকেন। কয়েক দিনের জন্য ঢাকায় এসে বিয়েটা সেরেছেন তিনি।
তিনি বলেন, ‘তখনই দুই পরিবারের সম্মতিতে আক্দ সম্পন্ন হয়। যেহেতু আমরা দুজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।’
পড়শী জানান, শিগগিরই নীলয় দেশে আসবেন। দুই পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে।
গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন পড়শী। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। গত বছর ইমরানের সঙ্গে তাঁর দ্বৈত গান ‘কথা একটাই’ আলোচিত হয়। এ ছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি।
১২/১/২০২৫/সুরমা টিভি/ শামীমা