লস এঞ্জেলসের দাবানলে পুড়ে ছাই লটারীতে দুই বিলিয়ন ডলারজয়ী ব্যক্তির বিলাসবহুল প্রাসাদ
- Update Time : ৫ ঘন্টা আগে
- / ৩ Time View
গত বছরের ফেব্রুয়ারিতে লটারিতে ২.০৪ বিলিয়ন বা ২০৪ কোটি মার্কিন ডলার জিতেছিলেন এডউইন কাস্ত্রো নামে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তি। এরপর বিখ্যাত হলিউড পাহাড়ের একটি বিলাসবহুল প্রাসাদের পেছনে তিনি খরচ করেছিলেন ২৫.৫ মিলিয়ন ডলার। কিন্তু ভয়াবহ দাবানলে ধ্বংস হয়ে গেছে সেই প্রাসাদ, একসময়ের বিলাসবহুল স্থাপনাটি পরিণত হয়েছে ছাইয়ের স্তূপে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে রোববার (১১ জানুয়ারি) এ খবর জানিয়েছে এনডিটিভি। সংবাদমাধ্যম দ্য সান প্রকাশিত ফুটেজে দেখা যায়, ওই বাড়ি লাগোয়া সমুদ্র সৈকতে একটি ইয়ট পড়ে রয়েছে। সব মিলিয়ে যা পড়ে থাকতে দেখা গেছে, তা ভিত্তির (বাড়ির) মতো দেখতে এবং কাঠের তক্তা বলে ধারণা করা হচ্ছে। সেই জায়গায় একসময় এডউইন কাস্ত্রোর গ্যারেজ ছিল, যেখানে রাখা ছিল দামি সব গাড়ি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এডউইন কাস্ত্রোর মালিকানাধীন সম্পত্তিটিতে পাঁচ বেডরুম এবং ছয়টি বাথরুম ছিল। এটি সেখানকার আইকনিক একটি হোটেলের ওপরে ছিল। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় মৃতের সংখা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। কিছু কিছু স্থানের দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনো আগুন জ্বলছে ছয়টি স্থানে। আগুন নিয়ন্ত্রণে বৃষ্টির অভাব আর ঝড়ো বাতাসই মূল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
রোববার (১২ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার বা করোনারে কার্যালয় দাবানলের কারণে মৃতদের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় মৃতদের বিস্তারিত পরিচয় বা বিবরণ দেয়া হয়নি। নথিতে বলা হয়েছে, দাবানলের কারণে প্যালিসেইডস ফায়ার জোনে পাঁচ জন এবং ইটন ফায়ার জোনে ১১ জন মারা গেছেন।
১২/০১/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।