ছবির প্রিমিয়ারে হার্ট অ্যাটাক, সংকটাপন্ন বলিউড অভিনেতা টিকু তালসানিয়া
ছবির প্রিমিয়ারে হার্ট অ্যাটাক, সংকটাপন্ন বলিউড অভিনেতা টিকু তালসানিয়া
- Update Time : ১২ ঘন্টা আগে
- / ৫ Time View
অনলাইন নিউজ ডেস্ক:
হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা টিকু তালসানিয়া। এখন তিনি সংকটজনক অবস্থায় মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, টিকু তালসানিয়ার এখন মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা চলছে। ৭০ বছর বয়সী এই অভিনেতার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে।
গত শুক্রবার রাতে টিকু তালসানিয়া মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে এক গুজরাটি ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন। ছবি দেখার পর তিনি আচমকা অসুস্থ বোধ করতে শুরু করেন। বিভিন্ন ডিজিটাল মাধ্যমের খবর অনুযায়ী, টিকু বেশ কয়েকবার বমি করেছিলেন। তাঁকে হুইলচেয়ারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
নাটকের মাধ্যমে অভিনয়জগতে পা রেখেছিলেন টিকু। এরপর সমানতালে বড় পর্দা ও ছোট পর্দায় অভিনয় করে গেছেন তিনি। ১৯৮৬ সালে তিনি তাঁর ক্যারিয়ারের প্রথম হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। ছবির নাম ছিল ‘প্যায়ার কে দো পল’।
তবে বলিউডে কমেডি অভিনেতা হিসেবে বেশি জনপ্রিয়তা পেয়েছেন টিকু। ‘দিল হ্যায় কে মানতা নেহি’, ‘উমর ৫৫ কি দিল বচপন কা’, ‘বোল রাধা বোল’, ‘মিস্টার বেচারা’সহ আরও অনেক হিট কমেডি ছবি তাঁর ঝুলিতে আছে।
টিকুকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ ছবিতে। রাজ শান্ডিল্য পরিচালিত এই ছবির নায়ক-নায়িকা ছিলেন ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরি। টিকু দুই সন্তানের বাবা। তাঁর মেয়ে শিখা তালসানিয়া ইতিমধ্যে অভিনয়জগতে পা রেখেছেন।
১১/১/২০২৫/ সুরমা টিভি / শামীমা