বোঝার মতো মন তোমার
খুব প্রয়োজন,
কতোটা ভালোবাসি
তুমি কতোটা আপনজন।
কতো রোদে জল পুড়ে
বাষ্প হয়ে মেঘ-বৃ্ষ্টি,
কতো ঘামে মাটি ভিজে
শেষে হয় ফসলের সৃষ্টি।
তোমার বোঝা খুব প্রয়োজন।
আমি তোমার কতো আপনজন।
কতো বর্ণে কতো ছন্দে
হয়ে যায় কবিতা-গান,
কতো ঝর্ণার জল গড়িয়ে
নদী পায় তার প্রাণ।
কতোটা কাছে জাগায় শিহরণ
তোমার বোঝা খুব প্রয়োজন।
কতো ত্যাগে কতো আবেগে
চোখের কোণে জমে জল,
কতো ভুলে কতো ছলে
আসে সম্পর্কের অস্তাচল।
কতো আবীরে সন্ধ্যার আয়োজন
তোমার বোঝার খুব প্রয়োজন।
•••••••••••••রচনা কাল: ০৮/০১/২০২৫© ডি এম কামরুজ্জামান স্বাধীন।
প্রকাশ : ১০/১/২০২৫/ সুরমা টিভি / শামীমা