কবিতা: মিথ্যার মুখোশ কবি :মোঃ ইফতেখার আহমেদ তাজিম
- Update Time : ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
- / ১০ Time View
যখন প্রথম এলে,
ভেবেছিলাম সুখের আকাশে জ্বলবে এক নক্ষত্র।তোমার চোখে দেখেছিলাম এক নির্মল ভালবাসার আলো,
যা আমার হৃদয়ের অন্ধকারে আলো জ্বালাবে।কিন্তু বুঝিনি, সে আলো ছিল এক মিথ্যা প্রতিচ্ছবি,
তোমার স্বার্থের চক্রে ঘুরছিলাম আমি অজান্তে।প্রতিবার ফিরে এসে তুমি এক নতুন আশার মোড়কে বেঁধে দিলে আমার স্বপ্ন, আমার বিশ্বাস।
তুমি যখন চলে গেলে,
আমার হৃদয়ে ফেলে গেলে বিশ্বাসঘাতকতার গভীর ক্ষত।
আমি হয়তো পূরণ করতে পারিনি তোমার স্বার্থ,
তাই তোমার চোখে আমি ছিলাম মূল্যহীন।
তোমার প্রতিটা প্রত্যাবর্তনে আমি ছিলাম উচ্ছ্বসিত,
ভেবেছিলাম এবার বুঝি সত্যিকারের ভালবাসা পাব।
কিন্তু তুমি বারবার আমাকে ছেড়ে গেলে,শুধু নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে।
আজ, আমি বুঝেছি—তুমি কখনো আমাকে ভালবাসোনি,
তোমার ভালবাসার মোড়কে লুকানো ছিল কেবল স্বার্থ।
তোমার বিশ্বাসের সমুদ্র ছিল বিষাক্ত,
যেখানে ডুবে গেছে আমার সরলতার নৌকা।
এখন আমি দাঁড়িয়ে আছি সেই ধ্বংসস্তূপের উপর,
যেখানে আমার বিশ্বাসের প্রতিটি কণা চূর্ণ-বিচূর্ণ।তবু আমি শিখেছি, ভালবাসা আর বিশ্বাস কখনোস্বার্থের বন্ধনে আবদ্ধ হতে পারে না।
তুমি আজ হয়তো দূরে,
তোমার স্বার্থের নকশায় বুনছে নতুন সম্পর্ক।
কিন্তু আমি এখন মুক্ত,
তোমার মিথ্যার জাল থেকে মুক্ত।
আমার হৃদয় আজও কাঁদে,
কিন্তু সেই কান্নার মাঝে আছে এক নতুন বোধ,
আমি জানি, সত্যিকারের ভালবাসা
কখনো স্বার্থের বিনিময়ে বিক্রি হয় না।
( আমার বাস্তবতার কবিতা )
প্রকাশ : ১০/১/২০২৫/ সুরমা টিভি/ শামীমা