, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লস এঞ্জেলসের দাবানলে পুড়ে ছাই লটারীতে দুই বিলিয়ন ডলারজয়ী ব্যক্তির বিলাসবহুল প্রাসাদ এবার ধরা পড়ল একজনের শরীরে এইচএমপিভি! ওবায়দুরের বাবা বাকরুদ্ধ,মা অজ্ঞান এবং স্ত্রীর কান্নায় ভারী আকাশ বাতাস। ১৯ সন্তানের মা হয়েও ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন এক সৌদি নারী বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে দারুস সালাম থানা পুলিশ কোনো হঠকারিতা বা ভুল পদক্ষেপে সম্ভাবনা যেন বিনষ্ট না হয় : মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষনাগার ‘ প্রদর্শন করলো ইরান ছবির প্রিমিয়ারে হার্ট অ্যাটাক, সংকটাপন্ন বলিউড অভিনেতা টিকু তালসানিয়া বাংলাদেশী পর্যটকশূন্য হয়ে পড়েছে কলকাতা জাতীয় নাগরিক কমিটি বলেছে – স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করার মতো পরিস্থিতি আছে

মোহামেডানের টানা সাত জয়, ৬ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

saamima nasrin
  • Update Time : ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / ৬ Time View

অনলাইন নিউজ ডেস্ক: মঙ্গলবারই ফেডারেশন কাপের গ্রুপ ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেডের কাছে হেরে ফেডারেশন কাপে নিজেদের ভবিষ্যতই শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।

প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে হেরেই সর্বনাশটা হয়েছে তাদের।কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে পুরোপুরি অন্য রকম পারফরম্যান্সই সাদা–কালোদের। যে রহমগঞ্জের কাছে ফেডারেশন কাপে হেরেছিল মোহামেডান, আজ মুন্সিগঞ্জে তাদেরই ৩–১ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই থাকল আলফাজ আহমেদের দল।লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা রহমতগঞ্জের বিপক্ষে এই জয়ে তাদের সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধান তৈরি করেছে মোহামেডান। ৭ ম্যাচে ৭ জয়ে মোহামেডানের পয়েন্ট এই মুহূর্তে ২১। দ্বিতীয় স্থানে থাকা রহমতগঞ্জের পয়েন্ট ১৬।ম্যাচটা নিয়ে শঙ্কায় ছিলেন মোহামেডানের সমর্থকেরা। একে তো ফেডারেশন কাপে হার, তার ওপর গত মৌসুমে একটি ম্যাচে শেষ মুহূর্তের পেনাল্টি গোলে পুরান ঢাকার দলটির বিপক্ষে হার এড়ানো ড্র, আগের ম্যাচে আবাহনীর বিপক্ষে ফেডারেশন কাপের হারটাও মোহামেডানকে মানসিকভাবে পিছিয়ে রেখেছিল।

এ মৌসুমে রহমতগঞ্জের পারফরম্যান্সও দুর্দান্ত—সব মিলিয়ে ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা ছিল দেশের ফুটবলপ্রেমীদের। লড়াইটা রহমতগঞ্জ অবশ্য করেছে, তবে মোহামেডানের সঙ্গে পেরে ওঠেনি। গোলের সুযোগগুলো ভালোভাবে কাজে লাগাতে পারলে এ ম্যাচে মোহামেডানের জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত।প্রথমার্ধে খেলাটা ছিল সমানে সমান। মোহামেডান যেমন আক্রমণ করেছে, রহমতগঞ্জও পিছিয়ে ছিল না। তবে গোলের সুযোগ তৈরি করেছে মোহামেডানই বেশি।

রহমতগঞ্জের গোলকিপার আহসান হাবিব মোহামেডানের ফরোয়ার্ডদের সামনে বাধার দেয়াল হয়েই দাঁড়িয়েছিলেন। পুরো ম্যাচেই তিনি ভালো খেলেছেন। আহসান হাবিবের কারণেই রহমতগঞ্জ বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।ম্যাচের ৪৫ মিনিটে মোহামেডান গোল করে এগিয়ে যায়। তরুণ ফরোয়ার্ড রাজু আহমেদ জিশান পেছন থেকে পাওয়া থ্রু ধরে গোল করেন। যদিও গোলটি নিয়ে রহমতগঞ্জের আপত্তি ছিল। আপত্তির কারণ মোহামেডানের মালির স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে আগে থেকেই রহমতগঞ্জের বক্সের মধ্যে দাঁড়িয়ে ছিলেন।

যদিও রেফারি ও তাঁর সহকারীরা এখানে অফসাইডের কিছু দেখেননি।এগিয়ে গিয়ে স্বস্তি পায়নি মোহামেডান। পরের মিনিটেই স্যামুয়েল বোয়েটাংকে বক্সের মধ্যে ফাউল করে রহমতগঞ্জকে পেনাল্টি উপহার দেন মোহামেডানের রক্ষণভাগের খেলোয়াড় ইমানুয়েল টনি। যদিও সেই পেনাল্টি কাজে লাগাতে পারেনি রহমতগঞ্জ। নাবিব নেওয়াজ জীবনের নেওয়া পেনাল্টি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন মোহামেডানের গোলকিপার সুজন হোসেন। প্রথমার্ধ শেষ হয় মোহামেডানের ১–০ গোলের অগ্রগামিতায়।

ম্যাচসেরার পুরস্কার হাতে দিয়াবাতেম্যাচসেরার পুরস্কার হাতে দিয়াবাতেবাফুফেদ্বিতীয়ার্ধে পুরোপুরি অন্য মোহামেডানকে দেখেছে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের দর্শক। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই রহমতগঞ্জের অধিনায়ক মোহাম্মদ সাঈদীর দূরপাল্লার শট কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান সুজন। ৬৪ মিনিটে মনজুর কুলিদিয়াতির তৈরি করা দারুণ একটি প্রতি–আক্রমণ থেকে বল পেয়ে বদলি নামা আরিফ হোসেন যে ক্রসটি করেন, তা থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে মোহামেডানকে ২–০ গোলে এগিয়ে দেন সোলেমান দিয়াবাতে।৬৮ মিনিটে রহমতগঞ্জকে একেবারে শেষ করে দেন ইমানুয়েল সানডে গোল করে (৩–০)। বাকি সময় মোহামেডান একের পর এক আক্রমণে উঠেছে। গোলকিপার আহসান হাবিবকে বেশ কয়েকবার একা পেয়েও গোল করতে ব্যর্থ হন সোলেমান দিয়াবাতে ও আরিফ।

১০/১/২০২৫ /সুরমা টিভি / শামীমা

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

মোহামেডানের টানা সাত জয়, ৬ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

Update Time : ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

অনলাইন নিউজ ডেস্ক: মঙ্গলবারই ফেডারেশন কাপের গ্রুপ ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেডের কাছে হেরে ফেডারেশন কাপে নিজেদের ভবিষ্যতই শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।

প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে হেরেই সর্বনাশটা হয়েছে তাদের।কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে পুরোপুরি অন্য রকম পারফরম্যান্সই সাদা–কালোদের। যে রহমগঞ্জের কাছে ফেডারেশন কাপে হেরেছিল মোহামেডান, আজ মুন্সিগঞ্জে তাদেরই ৩–১ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই থাকল আলফাজ আহমেদের দল।লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা রহমতগঞ্জের বিপক্ষে এই জয়ে তাদের সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধান তৈরি করেছে মোহামেডান। ৭ ম্যাচে ৭ জয়ে মোহামেডানের পয়েন্ট এই মুহূর্তে ২১। দ্বিতীয় স্থানে থাকা রহমতগঞ্জের পয়েন্ট ১৬।ম্যাচটা নিয়ে শঙ্কায় ছিলেন মোহামেডানের সমর্থকেরা। একে তো ফেডারেশন কাপে হার, তার ওপর গত মৌসুমে একটি ম্যাচে শেষ মুহূর্তের পেনাল্টি গোলে পুরান ঢাকার দলটির বিপক্ষে হার এড়ানো ড্র, আগের ম্যাচে আবাহনীর বিপক্ষে ফেডারেশন কাপের হারটাও মোহামেডানকে মানসিকভাবে পিছিয়ে রেখেছিল।

এ মৌসুমে রহমতগঞ্জের পারফরম্যান্সও দুর্দান্ত—সব মিলিয়ে ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা ছিল দেশের ফুটবলপ্রেমীদের। লড়াইটা রহমতগঞ্জ অবশ্য করেছে, তবে মোহামেডানের সঙ্গে পেরে ওঠেনি। গোলের সুযোগগুলো ভালোভাবে কাজে লাগাতে পারলে এ ম্যাচে মোহামেডানের জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত।প্রথমার্ধে খেলাটা ছিল সমানে সমান। মোহামেডান যেমন আক্রমণ করেছে, রহমতগঞ্জও পিছিয়ে ছিল না। তবে গোলের সুযোগ তৈরি করেছে মোহামেডানই বেশি।

রহমতগঞ্জের গোলকিপার আহসান হাবিব মোহামেডানের ফরোয়ার্ডদের সামনে বাধার দেয়াল হয়েই দাঁড়িয়েছিলেন। পুরো ম্যাচেই তিনি ভালো খেলেছেন। আহসান হাবিবের কারণেই রহমতগঞ্জ বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।ম্যাচের ৪৫ মিনিটে মোহামেডান গোল করে এগিয়ে যায়। তরুণ ফরোয়ার্ড রাজু আহমেদ জিশান পেছন থেকে পাওয়া থ্রু ধরে গোল করেন। যদিও গোলটি নিয়ে রহমতগঞ্জের আপত্তি ছিল। আপত্তির কারণ মোহামেডানের মালির স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে আগে থেকেই রহমতগঞ্জের বক্সের মধ্যে দাঁড়িয়ে ছিলেন।

যদিও রেফারি ও তাঁর সহকারীরা এখানে অফসাইডের কিছু দেখেননি।এগিয়ে গিয়ে স্বস্তি পায়নি মোহামেডান। পরের মিনিটেই স্যামুয়েল বোয়েটাংকে বক্সের মধ্যে ফাউল করে রহমতগঞ্জকে পেনাল্টি উপহার দেন মোহামেডানের রক্ষণভাগের খেলোয়াড় ইমানুয়েল টনি। যদিও সেই পেনাল্টি কাজে লাগাতে পারেনি রহমতগঞ্জ। নাবিব নেওয়াজ জীবনের নেওয়া পেনাল্টি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন মোহামেডানের গোলকিপার সুজন হোসেন। প্রথমার্ধ শেষ হয় মোহামেডানের ১–০ গোলের অগ্রগামিতায়।

ম্যাচসেরার পুরস্কার হাতে দিয়াবাতেম্যাচসেরার পুরস্কার হাতে দিয়াবাতেবাফুফেদ্বিতীয়ার্ধে পুরোপুরি অন্য মোহামেডানকে দেখেছে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের দর্শক। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই রহমতগঞ্জের অধিনায়ক মোহাম্মদ সাঈদীর দূরপাল্লার শট কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান সুজন। ৬৪ মিনিটে মনজুর কুলিদিয়াতির তৈরি করা দারুণ একটি প্রতি–আক্রমণ থেকে বল পেয়ে বদলি নামা আরিফ হোসেন যে ক্রসটি করেন, তা থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে মোহামেডানকে ২–০ গোলে এগিয়ে দেন সোলেমান দিয়াবাতে।৬৮ মিনিটে রহমতগঞ্জকে একেবারে শেষ করে দেন ইমানুয়েল সানডে গোল করে (৩–০)। বাকি সময় মোহামেডান একের পর এক আক্রমণে উঠেছে। গোলকিপার আহসান হাবিবকে বেশ কয়েকবার একা পেয়েও গোল করতে ব্যর্থ হন সোলেমান দিয়াবাতে ও আরিফ।

১০/১/২০২৫ /সুরমা টিভি / শামীমা