ফরিদপুরে পাটের বাজারে অভিযান চালিয়ে সিলগালা ও জরিমানা
- Update Time : ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
- / ৪ Time View
অনলাইন নিউজ ডেস্ক : আজ (১০ জানুয়ারি) শুক্রবার সকালে ফরিদপুরে উপজেলা সদরের কানাইপুর বাজারে পাট মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো. রাশেদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।গুদামে অতিরিক্ত পাট মজুদ রাখায় জয় গোবিন্দ সাহার পাটের গুদামটি সিলগালা করা হয়। এছাড়া পাট গুদামজাত করার লাইসেন্স না থাকায় কমোরউদ্দিন শেখকে এক হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাজিদ উল-মাহমুদ উপস্থিত ছিলেন।পাট মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো. রাশেদুল হাসান জানান, পাটের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। বাজার স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে।তিনি আরও জানান, প্রতিটি গুদামে এক হাজার মণ পাট রাখা যাবে, যা এক মাস মজুদ রাখতে পারবে। একটি গুদামে এক হাজার ৩০০ মণ পাট থাকায় গুদামটি সিলগালা করা হয়েছে। এছাড়া আরেকটি গুদামের লাইসেন্স না থাকায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তিনি আরো বলেছেন এ অভিযান অব্যাহত থাকবে।
১০/১/২০২৫/সুরমা টিভি/শামীমা