ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
- Update Time : ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
- / ১২ Time View
অনলাইন নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
লস অ্যাঞ্জেলেস মেডিকেল এক্সামিনার কাউন্টি বলছে, মৃতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে তাদের এক বিবৃতিতে বলা হয়, ‘শনাক্তকরণে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। কারণ, দাবানল পরিস্থিতি এবং নিরাপত্তার উদ্বেগের কারণে মেডিকেল পরীক্ষক বিভাগ যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে না।’
ভুক্তভোগীদের স্বজনদের তথ্য জানানোর প্রক্রিয়াও চলছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। এদিকে দাবানলের আগুন লস অ্যাঞ্জেলেস ও ভেলটুরা কাউন্টির সীমান্তবর্তী কেনেথ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে আগুন প্রায় এক হাজার একর এলাকায় ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল বাহিনীকে সহায়তায় কয়েকশ কারাবন্দিকে নামানো হয়েছে।
সিডিসিআর জানিয়েছে, পেশাদার ফায়ার ফাইটারদের সঙ্গে অন্তত ৩৯৫ জন কারাবন্দি আগুন নেভানোর চেষ্টা করছেন।
ক্যালিফোর্নিয়ায় দাবানল নেভানোর কাজে যে বাহিনী আছে, তার প্রায় ৩০ শতাংশই কারাবন্দিদের নিয়ে গঠিত। যদিও বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর তাদের ফায়ার ফাইটার হিসেবে আর চাকরি দেয়া হয় না। অন্যদিকে, লস অ্যাঞ্জেলেসের সব স্কুল শুক্রবার (১০ জানুয়ারি) বন্ধ করে দেয়া হয়েছে। শনিবারও (১১ জানুয়ারি) স্কুল বন্ধ থাকবে। ডিজিটাল প্রযুক্তিতে শিক্ষার্থীদের ক্লাস চলবে বলে জানিয়েছেন এলাকার তত্ত্বাবধায়ক আলবার্টো এম কারভালহো। বাতাসের মান পর্যালোচনা করে কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। চলমান দাবানলকে আধুনিক ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে আর্থিক ক্ষতিসাধন করা দাবানল আখ্যা দিয়েছে অ্যাকুওয়েদারের প্রধান আবহাওয়াবিদ জোনাথন পোর্টার।
১০/১/২০২৫/ সুরমা টিভি/শামীমা নাসরীন