ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ফোন করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার (২৯ এপ্রিল) জাতিসংঘ মহাসচিব তাদেরকে ফোন করে আলাদাভাবে কথা বলেন।
বুধবার (৩০ এপ্রিল) এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ফোনে ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলার তীব্র নিন্দা করেন মহাসচিব। যেখানে ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।
পাকিস্তান যখন দাবি করেছে, তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ আছে যে ভারত আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে, সেই সময় জাতিসংঘ মহাসচিবের টেলিফোনে কথা বলার খবর এলো।
সামাজিকমাধ্যম এক্সে শাহবাজ শরীফ জানান, তিনি আন্তোনিও গুতেরেসের সাথে কথা বলেছেন এবং পহেলগাম ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য অনুরোধ করেছেন।
এক্সে শরীফ লিখেছেন, ‘আজ সন্ধ্যায় জাতিসংঘের মহাসচিবের সাথে টেলিফোনে কথা হয়েছে। আমি পাকিস্তানের সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা পুনর্ব্যক্ত করেছি। ভিত্তিহীন ভারতীয় অভিযোগ প্রত্যাখ্যান করেছি এবং পহেলগাম ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছি। আমি জাতিসংঘকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে জম্মু ও কাশ্মীর বিরোধ সমাধানে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছি। পাকিস্তান শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে চ্যালেঞ্জ করা হলে পূর্ণ শক্তি দিয়ে তার সার্বভৌমত্ব রক্ষা করবে।’
এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ফোনালাপে, আন্তোনিও গুতেরেস পহেলগাম হামলার নিন্দা পুনর্ব্যক্ত করেছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আইনানুগ উপায়ে এই হামলার জন্য ন্যায়বিচার এবং জবাবদিহিতা অর্জনের গুরুত্ব উল্লেখ করেছেন।