সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
রেকর্ড পারিশ্রমিকে জুনেই ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। এমনই খবর দিয়েছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করে ফেলেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তবে সব কিছু নির্ভর করছে রিয়াল মাদ্রিদ কবে বিদায় জানায় আনচেলত্তিকে।এটাই পেশাদার ফুটবলের কঠিন বাস্তবতা। ক’দিন আগেও যে আনচেলাত্তিকে ডন কার্লো বলে সম্বোধন করতো রিয়াল মাদ্রিদ, সেখানেই তিনি এখন ব্রাত্য। রিয়ালকে বহু সফলতায় ভাসানো ইতালিয়ান মাস্টারমাইন্ড এবার ব্যর্থ। আর তাই মাদ্রিদে বাজছে তার বিদায়ের সুর।ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনের বিপরীতে ক’দিন আগেও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে রিয়াল মাদ্রিদেই থাকার কথা বলেছিলেন কার্লো আনচেলত্তি। কিন্তু সময় বড়ো নিষ্ঠুর। এতোদিন দম্ভ নিয়ে যেটা মানা করেছেন, সেখানেই হতে চলেছে তার ভবিষ্যৎ গন্তব্য।আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পরই আসলে কার্লো আনচেলত্তির খুটি নড়বেড়ে হয়ে যায় রিয়াল মাদ্রিদে। কোপা দেল রে’র ফাইনালে এল ক্লাসিকো হারের মধ্য দিয়ে যা পৌছায় চূড়ান্ত পর্যায়ে। এখন কেবল বাকি বিদায়ের আনুষ্ঠানিকতা।এরই মধ্যে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে খবর, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে একটা বোঝাপড়ায় পৌছেঁছেন কার্লো। দু-পক্ষের মাঝে হয়ে গেছে আনুষ্ঠানিক বৈঠক। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন কার্লো। তার মেয়াদ হবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। এখন সুতোটা কেবল ঝুলে আছে রিয়াল মাদ্রিদের অ্যাক্সিট প্ল্যানের ওপর।এদিকে বিশ্বখ্যাত সাংবাদিক ফাব্রিজিও রোমানো এরই মধ্যে নিশ্চিত করেছেন আসছে জুনের শুরুতেই ব্রাজিল ফুটবলের ডাগআউটে দেখা যাবে ইতালিয়ান এই সুপার কোচের। চার জুন কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের মুখোমুখি হবে সেলেসাও। সেই ম্যাচেই অভিষেক হতে পারে আনচেলত্তির।আনচেলত্তিকে সাইন করাতে কোচিং ইতিহাসের সব রেকর্ড ভাঙ্গতে চলেছে ব্রাজিল কনফেডারেশন। গণমাধ্যমে খবর পারিশ্রমিক হিসেবে তাকে যা দেবে সিবিএফ তা এখন পর্যন্ত পাননি কোনো কোচ। তবে বিশাল অঙ্কের এই অর্থের সত্যিকারের ফিগারটা ঠিক কতো তা নিশ্চিত করতে পারেনি বিশ্ব গণমাধ্যম।এদিকে এরই মধ্যে নতুন কোচের খোঁজে রয়েছে রিয়াল। ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে বেয়ার লেভারকুসেনের স্প্যানিশ কোচ জাবি আলোনসোর দিকে নজর রয়েছে তাদের। এছাড়াও, কিছুদিন আগেই লেভারকুসেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাও হয়েছে রিয়ালের।