ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বন্দর আব্বাসে শহীদ রেজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একদিনের সাধারণ শোক ঘোষণা করেছে দেশটির সরকার। সোমবার (২৮ এপ্রিল) সমগ্র ইরানজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রোববার বলেন, সরকার আগামীকাল সোমবার দেশজুড়ে সাধারণ শোক দিবস ঘোষণা করেছে। তিনি আরও জানান, ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বন্দর আব্বাসে বিস্ফোরণস্থল পর্যবেক্ষণ করেছেন।
ইরানের প্রেসিডেন্ট রোববার (২৭ এপ্রিল) বিকেলে শহীদ রেজাই বন্দরে বিস্ফোরণের সর্বশেষ পরিস্থিতি এবং এই ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা করতে হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসে পৌঁছান।
এছাড়া প্রেসিডেন্ট দুর্ঘটনার সর্বশেষ অবস্থা ও আহতদের খোজখবর নেন। তিনি তাদের আর্থিক সহায়তা এবং শহীদ রেজাই বন্দরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আদেশ জারি করেন।
গত শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে শহীদ রেজাই বন্দরে বড় বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার কারণ এখনও চিহ্নিত করা হয়নি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলের কাছের কিছু ভবন ও গাড়ি ধ্বংস হয়ে যায়।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ রোববার বিকেলে বলেন, শহীদ রেজাই বন্দরের ঘটনায় আহত এক হাজারেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়। এ দুর্ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে।