সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
বিভিন্ন খাতের উন্নয়নে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে চীনের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। পাশাপাশি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠিকে মিয়ানমারের আরাকানে স্থায়ী বসবাসের জন্য চীনের সহযোগিতা চেয়েছে দলটি।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
রোববার (২৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জামায়াতে ইসলামীর সাথে কমিউনিস্ট পার্টির সাউথ এশিয়ান জোনের ডিজিসহ তিন সদস্যের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ কথা জানান জামায়াতের নায়েবে আমির আবু তাহের।
এসময় তিনি বলেন, চীন এখন বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে শিক্ষা খাতে চীনের স্কলারশিপ সুবিধাসহ ব্লু-ইকোনমি বা সুনীল অর্থনীতিতে বিনিয়োগ বাড়াতে উৎসাহ দেয়া হয়েছে।
জামায়াতের এ নেতা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে চীনের সাউথ এশিয়ান ডিজি জানিয়েছেন তারা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না, তবে সহযোগিতা করতে চায়।
নায়েবে আমির বলেন, রোহিঙ্গাদের খাদ্য সহায়তা স্থায়ী সমাধান নয়। তাই মিয়ানমারের আরাকানে স্থায়ী সমাধানে প্রস্তাব দেয়া হয় চীনকে। এ ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে জানান তিনি।