সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
বান্দরবানে বাড়ির পাশে সেচ বাঁধের পানিতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ক্যাংগারবিল বটতইল্লাঝিরি সেচ বাঁধে এ ঘটনা ঘটে।বাঁধের পানিতে গোসলে নেমে ২ মাদ্রাসা ছাত্রীর মৃত্যুএন এ জাকিরনিহতরা হলেন, ক্যাংগারবিল গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে মোক্তা মনি (৯)। সে ক্যাংগারবিল নুরানি মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী। অন্যজন মো. ইউনুসের মেয়ে জেসি আক্তার (১৩)। সে ইদগড় বদর মোকাম মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পরিবার ও স্থানীয়রা জানান, এলাকার অন্যান্য ছেলে মেয়েদের সাথে মুক্তামনি ও জেসি আক্তার বাঁধের পানিতে গোসল করতে যায়। এসময় গভীর পানিতে চলে গেলে পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে ইদগড় মেডিকেল সেন্টার ও পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন বলেন, শুক্রবার সকালে কয়েকজন ছেলে-মেয়ে সেচ বাঁধের পানিতে গোসল করতে নামলে একপর্যায়ে মুক্তা মনি ও জেসি মনি পানির গভীরতায় ডুবে যায়। এ সময় অন্যান্য শিশুদের কাছে খবর পেয়ে স্বজনেরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বোরহান উদ্দিন বলেন, বাঁধের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে তাদের সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারো প্রতি কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি।