, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এবার ভৈরবে চোর সন্দেহে যুবককে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ!

  • SURMA TV 24
  • Update Time : ২১ ঘন্টা আগে
  • ১৩৭৪ Time View

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কালিপুর এলাকায় হাঁস চুরির অভিযোগে জনি (১৯) নামে এক যুবককে পিটিয়ে মুখে জোর করে বিষ ট্যাবলেট খাওয়ানোর অভিযোগ উঠেছে।ভৈরবে চোর সন্দেহে যুবককে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগমো. ফজলুর রহমান আহত অবস্থায় জনিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে স্টমাক ওয়াশ করার পর অবস্থার অবনতি ঘটে। পরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জনি কালিপুর নয়াহাটির জয়নাল মিয়ার ছেলে। জনির পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী বাড়ির হারুন মিয়ার ছেলে আল আমিন ও তার সহযোগীরা জনিকে একটি ঘরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে এবং মুখে ইঁদুর মারার বিষের ট্যাবলেট খাইয়ে দেয়। এতে জনি অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এলাকাবাসী জানান, গত বুধবার (২৩ এপ্রিল) হারুন মিয়ার বাড়ি থেকে ৭টি হাঁস চুরি হয়। এতে জনির ওপর সন্দেহ করে হারুন মিয়ার পরিবার। বৃহস্পতিবার দুপুরে আল আমিন জনিকে ধরে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে মারধরের একপর্যায়ে বিষ খাওয়ানো হয় বলে দাবি করেন স্থানীয়রা। তবে অপরপক্ষের দাবি, মায়ের বকাবকির কারণে জনি নিজ ঘরে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহম্মেদ জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Popular Post

এবার ভৈরবে চোর সন্দেহে যুবককে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ!

Update Time : ২১ ঘন্টা আগে

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কালিপুর এলাকায় হাঁস চুরির অভিযোগে জনি (১৯) নামে এক যুবককে পিটিয়ে মুখে জোর করে বিষ ট্যাবলেট খাওয়ানোর অভিযোগ উঠেছে।ভৈরবে চোর সন্দেহে যুবককে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগমো. ফজলুর রহমান আহত অবস্থায় জনিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে স্টমাক ওয়াশ করার পর অবস্থার অবনতি ঘটে। পরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জনি কালিপুর নয়াহাটির জয়নাল মিয়ার ছেলে। জনির পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী বাড়ির হারুন মিয়ার ছেলে আল আমিন ও তার সহযোগীরা জনিকে একটি ঘরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে এবং মুখে ইঁদুর মারার বিষের ট্যাবলেট খাইয়ে দেয়। এতে জনি অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এলাকাবাসী জানান, গত বুধবার (২৩ এপ্রিল) হারুন মিয়ার বাড়ি থেকে ৭টি হাঁস চুরি হয়। এতে জনির ওপর সন্দেহ করে হারুন মিয়ার পরিবার। বৃহস্পতিবার দুপুরে আল আমিন জনিকে ধরে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে মারধরের একপর্যায়ে বিষ খাওয়ানো হয় বলে দাবি করেন স্থানীয়রা। তবে অপরপক্ষের দাবি, মায়ের বকাবকির কারণে জনি নিজ ঘরে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহম্মেদ জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।