মার্কিন কংগ্রেস সদস্য কোরি মিলসের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
গত সপ্তাহে সিরিয়ায় সফর করেন মার্কিন কংগ্রেস সদস্য কোরি মিলস। সফরে দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
কোরি মিলস বলেন, এই বৈঠকে সিরিয়ার ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের জন্য কী কী পদক্ষেপ দরকার এবং ইসরাইলের সঙ্গে শান্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় সিরিয়ার নতুন সরকার। সঠিক পরিস্থিতি তৈরি হলে প্রয়োজনে আব্রাহাম চুক্তিতেও যোগ দিতে প্রস্তুত দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
রিপাবলিকান এই কংগ্রেসম্যান আরও বলেন, আল-শারা জানিয়েছেন সিরিয়া ‘সঠিক পরিস্থিতিতে’ প্রয়োজনে আব্রাহাম চুক্তিতেও যোগ দিতে প্রস্তুত।
আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে ট্রাম্পের উদ্যোগে ২০২০ সালের শেষে দিকে আব্রাহাম অ্যাকর্ডস বা আব্রাহাম চুক্তি সই হয়।
এর আগে সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেইগ মারির বরাতে মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৬ সালের মধ্যেই ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্বীকৃতি ও রাষ্ট্রদূত বিনিময়ের পরিকল্পনা আছে সিরিয়ার। মূলত পশ্চিমা সহায়তা ও সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাসেই এমন সিদ্ধান্তে রাজি হয়েছেন আল-শারা।