দু’দিনের সফরে সৌদি আরবে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে তিনি সৌদির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এসময় মোদিকে ‘বিশেষ সম্মাননা’ দিয়েছে দেশটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিশেষ বিমানটি জেদ্দায় উপসাগরীয় দেশটির আকাশসীমায় প্রবেশ করলে সৌদি আরবের যুদ্ধবিমানগুলো ‘বিশেষ উদ্যোগ’ হিসেবে ওই বিমানকে পাহারা দিয়ে নিয়ে যায়।
সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বন্ধুত্বের উদাহরণ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাষ্ট্রীয় সফরের বিশেষ নিদর্শন হিসেবে, আকাশসীমায় প্রবেশের সাথে সাথে সৌদির বিমান বাহিনী তার বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে যায়।’
এদিকে জেদ্দা যাওয়ার আগে মোদি বলেন, সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ভারতের। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংবাদমাধ্যম আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরব ভারতের বিশ্বস্ত বন্ধু।