, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইস্তাম্বুলে ৬.২ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে আহত ১৫১ জন

  • SURMA TV 24
  • Update Time : ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ১৩৭৭ Time View


অনলাইন নিউজ ডেস্ক:
তুরস্কের ইস্তাম্বুলে বুধবার ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আতঙ্কিত বাসিন্দাদের মধ্যে ছোটাছুটির সময় ১৫১ জন আহত হয়েছেন। তবে কারও জীবনহানির আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানায়, স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৪৯ মিনিটে ইস্তাম্বুলের সিলিভরি জেলায় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। এরপর দুপুর ১টা ২ মিনিটে মারমারা সাগরের বুয়ুকচেকমেজে উপকূল থেকে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পটি ইস্তাম্বুল ও পার্শ্ববর্তী প্রদেশগুলোতে তীব্রভাবে অনুভূত হয়। আতঙ্কিত বাসিন্দারা দ্রুত বিভিন্ন ভবন থেকে বের হয়ে আসেন। অনেকেই রাস্তায় নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

এএফএডি জানায়, সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ ও জনসুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও জরুরি রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এক বিবৃতিতে বলেন, কর্তৃপক্ষ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জলবায়ু সংকট বিষয়ক এক প্রেস কনফারেন্সের আগে বলেন, এই কঠিন মুহূর্তে আমি তুরস্ক সরকার ও জনগণের প্রতি আমার পূর্ণ সংহতি জানাচ্ছি।

২৪/৪/২০২৫/সুরমা টিভি/ শামীমা

Popular Post

ইস্তাম্বুলে ৬.২ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে আহত ১৫১ জন

Update Time : ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫


অনলাইন নিউজ ডেস্ক:
তুরস্কের ইস্তাম্বুলে বুধবার ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আতঙ্কিত বাসিন্দাদের মধ্যে ছোটাছুটির সময় ১৫১ জন আহত হয়েছেন। তবে কারও জীবনহানির আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানায়, স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৪৯ মিনিটে ইস্তাম্বুলের সিলিভরি জেলায় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। এরপর দুপুর ১টা ২ মিনিটে মারমারা সাগরের বুয়ুকচেকমেজে উপকূল থেকে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পটি ইস্তাম্বুল ও পার্শ্ববর্তী প্রদেশগুলোতে তীব্রভাবে অনুভূত হয়। আতঙ্কিত বাসিন্দারা দ্রুত বিভিন্ন ভবন থেকে বের হয়ে আসেন। অনেকেই রাস্তায় নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

এএফএডি জানায়, সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ ও জনসুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও জরুরি রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এক বিবৃতিতে বলেন, কর্তৃপক্ষ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জলবায়ু সংকট বিষয়ক এক প্রেস কনফারেন্সের আগে বলেন, এই কঠিন মুহূর্তে আমি তুরস্ক সরকার ও জনগণের প্রতি আমার পূর্ণ সংহতি জানাচ্ছি।

২৪/৪/২০২৫/সুরমা টিভি/ শামীমা