, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চীন থেকে যুক্তরাষ্ট্রে ফেরত গেল বোয়িং বিমান

  • SURMA TV 24
  • Update Time : ৪ ঘন্টা আগে
  • ১৩৭০ Time View

চীনা একটি এয়ারলাইনের ব্যবহারের জন্য চীনে পাঠানো একটি বোয়িং বিমান যুক্তরাষ্ট্রে ফিরে গেছে। চীন ও যুক্তরাষ্ট্র শুল্কযুদ্ধের শিকার হয়ে নির্মাতা দেশে ফিরতে হলো বিমানটিকে। রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদন মতে, চীনা এয়ারলাইন জিয়ামিনএয়ারের জন্য ৭৩৭ ম্যাক্স মডেলের যাত্রীবাহী বিমানটি তৈরি করা হয়। চীনা কর্তৃপক্ষের ক্রয়াদেশ বাতিলের নির্দেশের পর বিমানটি ফিরিয়ে দেয়া হয়।

এরপর গত শুক্রবার (১৮ এপ্রিল) বিমানটি চীন থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা করে এবং রোববার (১৯ এপ্রিল) স্থানীয় সময় ৬টা ১১মিনিটে যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবতরণ করে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে শুল্কযুদ্ধ শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের শুরুর বেশ কয়েকটি দেশের পাশাপাশি চীনের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি।
ট্রাম্পের এই ঘোষণার মধ্যদিয়ে বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুরু হয় নজিরবিহীন শুল্কযুদ্ধ। যে যুদ্ধের ফলে চীনা পণ্যের ওপর মার্কিন শুল্ক বেড়ে দাঁড়িয়েঠে ২৪৫ শতাংশে। অন্যদিকে মার্কিন পণ্যে চীনা শুল্কের হার দাঁড়িয়েছে ১৪৫ শতাংশে।

চীনা পণ্যের ওপর ২৪৫ শতাংশ শুল্ক আরোপের মার্কিন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় চীন গত সপ্তাহে তার বিমান সংস্থাগুলোকে বোয়িংয়ের ডেলিভারি না নেয়ার নির্দেশ দেয়।

বিমান পরিবহন বিষয়ক পরামর্শদাতা সংস্থা আইবিএ জানিয়েছে, ৭৩৭ ম্যাক্স মডেলের নতুন একটি বিমানে বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ ডলার। এর ওপর অতিরিক্ত শুল্ক চীনা বিমান সংস্থাকে পঙ্গু করে দেয়ার মতো।

চীন থেকে যুক্তরাষ্ট্রে ফেরত গেল বোয়িং বিমান

Update Time : ৪ ঘন্টা আগে

চীনা একটি এয়ারলাইনের ব্যবহারের জন্য চীনে পাঠানো একটি বোয়িং বিমান যুক্তরাষ্ট্রে ফিরে গেছে। চীন ও যুক্তরাষ্ট্র শুল্কযুদ্ধের শিকার হয়ে নির্মাতা দেশে ফিরতে হলো বিমানটিকে। রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদন মতে, চীনা এয়ারলাইন জিয়ামিনএয়ারের জন্য ৭৩৭ ম্যাক্স মডেলের যাত্রীবাহী বিমানটি তৈরি করা হয়। চীনা কর্তৃপক্ষের ক্রয়াদেশ বাতিলের নির্দেশের পর বিমানটি ফিরিয়ে দেয়া হয়।

এরপর গত শুক্রবার (১৮ এপ্রিল) বিমানটি চীন থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা করে এবং রোববার (১৯ এপ্রিল) স্থানীয় সময় ৬টা ১১মিনিটে যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবতরণ করে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে শুল্কযুদ্ধ শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের শুরুর বেশ কয়েকটি দেশের পাশাপাশি চীনের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি।
ট্রাম্পের এই ঘোষণার মধ্যদিয়ে বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুরু হয় নজিরবিহীন শুল্কযুদ্ধ। যে যুদ্ধের ফলে চীনা পণ্যের ওপর মার্কিন শুল্ক বেড়ে দাঁড়িয়েঠে ২৪৫ শতাংশে। অন্যদিকে মার্কিন পণ্যে চীনা শুল্কের হার দাঁড়িয়েছে ১৪৫ শতাংশে।

চীনা পণ্যের ওপর ২৪৫ শতাংশ শুল্ক আরোপের মার্কিন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় চীন গত সপ্তাহে তার বিমান সংস্থাগুলোকে বোয়িংয়ের ডেলিভারি না নেয়ার নির্দেশ দেয়।

বিমান পরিবহন বিষয়ক পরামর্শদাতা সংস্থা আইবিএ জানিয়েছে, ৭৩৭ ম্যাক্স মডেলের নতুন একটি বিমানে বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ ডলার। এর ওপর অতিরিক্ত শুল্ক চীনা বিমান সংস্থাকে পঙ্গু করে দেয়ার মতো।