জন্মে টাকা, জীবনে টাকা, মৃত্যুতে টাকা,
চিকিৎসায় টাকা, জীবন চলায় টাকা,
সকল ক্ষেত্রে টাকা,টাকা ছাড়া এ জীবন সকল মূহুর্তে ফাঁকা।
এ জীবনে টাকা ছাড়া সকল কাজ স্থবির
কিছু লোক অসুস্থ পথে টাকা আহরণের জন্য অস্থির।
টাকার জন্য কিছু লোকের হয় ডিপ্রেশন
টাকার জন্য কারো হয় হ্যালুসিনেশন।
টাকা আহরণ করা অনেকের ড্রীম ও ভিশন চারপাশ না ভেবে চালায় খারাপ মিশন।
টাকা হলো একধরনের মানি সিন্ড্রোম ডিজেজপর্যাপ্ত টাকা থাকলে মনটা থাকে সতেজ।
টাকা ছাড়া ইহকালের সকল কাজ মূল্যহীন,
টাকা কম থাকলে জীবনটা ভাবনাহীন।
টাকা আবার বেশির ভাগ সময় আপদ,
অবৈধ রোজগারের টাকা সবসময় বিপদ।
টাকা না থাকিলে পৃথিবীর সকল কিছু তিক্ত
টাকার জন্য পৃথিবীর সকল কিছু বিভক্ত। একমাত্র জাগতিক সুখ দেয় কিছু ক্ষেত্রে
টাকা অসুস্থ টাকার রোগে ধরলে জীবনটা হবে বাঁকা।
বসুরহাট কোম্পানীগঞ্জ নোয়াখালী ৫/১/২০২৫