সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
বিশ্ব জুড়ে নতুন আতঙ্কের নাম টাইপ ৫ ডায়াবেটিস। ডায়াবেটিস রোগ বলতে যা বোঝায় নতুন আবিষ্কৃত এ ধরন সম্পূর্ণ আলাদা। বিশ্বে মিলিয়ন মিলিয়ন শিশু টাইপ ৫ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। আসুন জেনে নিই, টাইপ ৫ ডায়াবেটিস সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে এশিয়া, আফ্রিকার মত দেশগুলোতে টাইপ ৫ ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। যার আক্রান্তের বেশিরভাগই শিশু। তাই ‘ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফাউন্ডেশন’ (আইডিএফ) গত কয়েক দিন ধরেই এই রোগটি নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করছে।
টাইপ ৫ ডায়াবেটিস
সাধারণত আমরা জানি, ডায়াবেটিস মূলত চার ধরনের হয়। এগুলো হলো ডায়াবেটিস টাইপ ১, ডায়াবেটিস টাইপ ২, ডায়াবেটিস টাইপ ৩ এবং ডায়াবেটিস টাইপ ৪। আসুন এক নজরে জেনে নিই, ডায়াবেটিসের কোন অবস্থা বোঝাতে টাইপ ১,২,৩,৪ ব্যবহার করা হয়।
ডায়াবেটিস টাইপ ১: অগ্ন্যাশয়ে অবস্থিত ইনসুলিন উৎপাদনকারী কোষ ক্ষতিগ্রস্ত হওয়ায় শরীরে ইনসুলিন উৎপাদন বন্ধ হলে সে অবস্থাকে টাইপ ১ ডায়াবেটিস বলা হয়। এটি জিনগত সমস্যা।
ডায়াবেটিস টাইপ ২: ইনসুলিন গ্রহণ বাধাপ্রাপ্ত হলে শরীরে শর্করার পরিমাণ বাড়তে শুরু করে। এ অবস্থাকে ডায়াবেটিস টাইপ ২ বলা হয়। এটি হরমোনগত সমস্যা।
ডায়াবেটিস টাইপ ৩: ডায়াবেটিস টাইপ ৩ মস্তিষ্কের ক্ষতির সঙ্গে সম্পর্ক যুক্ত। এ ধরনের ডায়াবেটিসে রোগী ভুলে যাওয়ার সমস্যায় পড়েন।
ডায়াবেটিস টাইপ ৪: বয়স বাড়ার কারণে এ ধরনের ডায়াবেটিস শরীরে দেখা দেয়। এ ধরনের ডায়াবেটিসে রোগীর ওজন কমতে থাকে।
এবার আসুন জেনে নিই, নতুন আবিষ্কার হওয়া ডায়াবেটিস টাইপ ৫ সম্পর্কে-
ডায়াবেটিস টাইপ ৫: বিশেষজ্ঞরা বলছেন, অপুষ্টিজনিত কারণে শরীরে ইনসুলিন তৈরি হতে না পারলে সে অবস্থাকে চিকিৎসা শাস্ত্রে ডায়াবেটিস টাইপ ৫ বলা হচ্ছে। আইডিএফ-এর গবেষকরা বলছেন, টাইপ ৫ ডায়াবেটিস হঠাৎ করে হয় না। দীর্ঘ সময় ধরে অপুষ্টির শিকার হলে, তখন এই রোগ হয়। ভারত ও আফ্রিকার মতো দেশগুলোতে এ রোগে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে।
টাইপ ৫ ডায়াবেটিসের উপসর্গ
টাইপ ৫ ডায়াবেটিসের উপসর্গের মধ্যে রয়েছে ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া, বার বার প্রস্রাব হওয়া, অতিরিক্ত পানি পিপাসা, রক্তে শর্করার মাত্রা ওঠানামা করা, হরমোনের ভারসাম্য বিগড়ে যাওয়া, দৃষ্টিশক্তি কমবে, স্নায়বিক রোগ দেয়া ইত্যাদি।
চিকিৎসা
টাইপ ৫ ডায়াবেটিসের কোনও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে এখনও জানা যায়নি। যেহেতু রোগটি সম্পর্কে নতুন তথ্য মিলেছে, তাই এখনও কোনও চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়নি। গবেষকরা বলছেন, টাইপ ৫ ডায়াবেটিস প্রাণঘাতী হতে পারে। তাই যত দ্রুত সম্ভব রোগটির শনাক্তকরণের পদ্ধতি ও প্রতিরোধ করার উপায় বের করার চেষ্টা চালাচ্ছেন বিশেষজ্ঞরা।