১১:৪০:৪৬ এএম, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ইস্যুতে যুগপৎসঙ্গীদের সঙ্গে আলোচনা করবে বিএনপি

  • SURMA TV 24
  • Update Time : ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • ১৩৮৯ Time View

অনলাইন নিউজ ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার সূত্র ধরে এবার যুগপৎসঙ্গী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবে বিএনপি।

আগামী নির্বাচন ইস্যুতে দলগুলোর ভাবনা ও বিএনপির চিন্তা-ভাবনা বিনিময় করতে আবারও শনিবার (১৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে আলোচনা। এদিন বিকাল তিনটায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, লিয়াঁজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান বৈঠক করবেন ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে। বিকাল তিনটায় ১২ দলীয় জোট ও সন্ধ্যায় ৭টায় এলডিপির সঙ্গে আলোচনা করবেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘যুগপতের বৈঠক হলে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক দিয়েই আলোচনা শুরু করে বিএনপি। এবারও ব্যতিক্রম হচ্ছে না। আমরা মনে করি, ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের ভেতরে যে অবস্থান, তাতে অসন্তুষ্টি রয়েছে।’

‘আমরা মনে করি, নির্বাচনই সকল সংকটের সমাধান হিসেবে কাজ করবে। এক্ষেত্রে ১২ দলীয় জোটও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে ভোট ও নির্বাচনের পক্ষে অবস্থান করছে। গণতন্ত্রে পুনরুদ্ধারে জোট ইতোমধ্যে জোটগত অবস্থান জানিয়েছে। বিএনপির সঙ্গে আমরাও কীভাবে সামনের দিনে নির্বাচনের ইস্যুতে জনগণের সামনে যাবো এবং সরকারের প্রতি বার্তা দেবো, তা আমাদের আলোচনায় উঠে আসবে।’

কোনও কর্মসূচি আসবে কিনা, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘যুগপৎ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই বিএনপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। আমাদের সঙ্গে আলোচনা করে স্থায়ী কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে, এমনটি আশা করছি।’

১৮/৪/২০২৫/সুরমা টিভি/ শামীমা

নির্বাচন ইস্যুতে যুগপৎসঙ্গীদের সঙ্গে আলোচনা করবে বিএনপি

Update Time : ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

অনলাইন নিউজ ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার সূত্র ধরে এবার যুগপৎসঙ্গী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবে বিএনপি।

আগামী নির্বাচন ইস্যুতে দলগুলোর ভাবনা ও বিএনপির চিন্তা-ভাবনা বিনিময় করতে আবারও শনিবার (১৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে আলোচনা। এদিন বিকাল তিনটায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, লিয়াঁজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান বৈঠক করবেন ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে। বিকাল তিনটায় ১২ দলীয় জোট ও সন্ধ্যায় ৭টায় এলডিপির সঙ্গে আলোচনা করবেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘যুগপতের বৈঠক হলে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক দিয়েই আলোচনা শুরু করে বিএনপি। এবারও ব্যতিক্রম হচ্ছে না। আমরা মনে করি, ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের ভেতরে যে অবস্থান, তাতে অসন্তুষ্টি রয়েছে।’

‘আমরা মনে করি, নির্বাচনই সকল সংকটের সমাধান হিসেবে কাজ করবে। এক্ষেত্রে ১২ দলীয় জোটও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে ভোট ও নির্বাচনের পক্ষে অবস্থান করছে। গণতন্ত্রে পুনরুদ্ধারে জোট ইতোমধ্যে জোটগত অবস্থান জানিয়েছে। বিএনপির সঙ্গে আমরাও কীভাবে সামনের দিনে নির্বাচনের ইস্যুতে জনগণের সামনে যাবো এবং সরকারের প্রতি বার্তা দেবো, তা আমাদের আলোচনায় উঠে আসবে।’

কোনও কর্মসূচি আসবে কিনা, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘যুগপৎ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই বিএনপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। আমাদের সঙ্গে আলোচনা করে স্থায়ী কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে, এমনটি আশা করছি।’

১৮/৪/২০২৫/সুরমা টিভি/ শামীমা