সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনায় মস্কোর সমর্থন খুঁজছে ইরান। এরইমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে রাশিয়ায় পাঠিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে লেখা একটি চিঠিও পাঠান খামেনি।
ওয়াশিংটনের সাথে দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনার জন্য সমর্থন জোগাড় করার লক্ষ্যে মস্কোয় গেছেন মন্ত্রী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে হুমকি দিয়েছেন যে, যদি তেহরান তার বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে না আসে, তাহলে তারা বোমা হামলা চালাবে এবং ইরানের কাছ থেকে তেল কেনে এমন দেশগুলোর উপর শুল্ক আরোপ করবে।
এছাড়া যুক্তরাষ্ট্র এই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধবিমানও মোতায়েন করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি রাষ্ট্রীয় টিভিকে বলেন, ‘পারমাণবিক ইস্যুতে আমরা সবসময় আমাদের বন্ধু চীন এবং রাশিয়ার সাথে ঘনিষ্ঠ পরামর্শ করেছি। এখন রাশিয়ান কর্মকর্তাদের সাথে এটি করার একটি ভাল সুযোগ।
আরাকচি বলেন পুতিনের কাছে একটি চিঠিও পৌঁছে দিচ্ছেন যেখানে আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি নিয়ে প্রথম দফা আলোচনা হয়, যা উভয় পক্ষই ইতিবাচক এবং গঠনমূলক বলে বর্ণনা করে।
তবে আগামী সপ্তাহে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার বলেছেন যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার নিয়ে আলোচনা করা যাবে না।
তেহরানের দীর্ঘদিনের মিত্র রাশিয়া, প্রথম পারমাণবিক চুক্তি হওয়ার সময় বিশ্বশক্তিগুলোর সাথে ইরানের আলোচনায় তেহরানের হয়ে অংশ নেয়।
২০১৫ সালে ইরানের সাথে বিশ্বশক্তিগুলোর প্রথম একটি পারমাণবিক চুক্তি হয়। এরপর ট্রাম্প প্রথম দফায় ক্ষমতায় এসে ২০১৮ সালে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।