, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যুবদলের ৭ সাত নেতাকে সকালে বহিষ্কার, রাতে আবার বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • SURMA TV 24
  • Update Time : ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ১৩৭৪ Time View


অনলাইন নিউজ ডেস্ক:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা, পৌর ও ওয়ার্ড যুবদলের বহিষ্কৃত সাত নেতার বহিষ্কারাদেশ ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে বহিষ্কারের ঘোষণা দেওয়ার পর রাতে জেলা যুবদল ওই আদেশ প্রত্যাহার করে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে।

সকালে জেলা যুবদলের দফতর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সাত নেতাকে বহিষ্কার করা হয়। তবে রাতেই জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমীন হোসেন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

তারা হলেন- বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোরদার, পৌর যুবদলের সাবেক সদস্য উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক মো. কাইয়ুম, ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল, সাবেক সদস্য হাবিব ওরফে হাবলু, সেলিফ আল আকবার শশী এবং দৌলতপুর ইউনিয়নের হাফিজুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে ও পরিস্থিতি, মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রত্যাহার হওয়া নেতাদের দলীয় কার্যক্রমে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা যুবদলের সভাপতি আল আমিন খান বলেন, আমরা মূলত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় যুবদলের কাছে সুপারিশ করতে পারি। সরাসরি জেলা যুবদল থেকে বহিষ্কার করতে পারি না। সেজন্য বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

১৭/৪/২০২৫/সুরমা টিভি/শামীমা

যুবদলের ৭ সাত নেতাকে সকালে বহিষ্কার, রাতে আবার বহিষ্কারাদেশ প্রত্যাহার

Update Time : ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫


অনলাইন নিউজ ডেস্ক:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা, পৌর ও ওয়ার্ড যুবদলের বহিষ্কৃত সাত নেতার বহিষ্কারাদেশ ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে বহিষ্কারের ঘোষণা দেওয়ার পর রাতে জেলা যুবদল ওই আদেশ প্রত্যাহার করে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে।

সকালে জেলা যুবদলের দফতর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সাত নেতাকে বহিষ্কার করা হয়। তবে রাতেই জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমীন হোসেন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

তারা হলেন- বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোরদার, পৌর যুবদলের সাবেক সদস্য উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক মো. কাইয়ুম, ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল, সাবেক সদস্য হাবিব ওরফে হাবলু, সেলিফ আল আকবার শশী এবং দৌলতপুর ইউনিয়নের হাফিজুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে ও পরিস্থিতি, মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রত্যাহার হওয়া নেতাদের দলীয় কার্যক্রমে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা যুবদলের সভাপতি আল আমিন খান বলেন, আমরা মূলত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় যুবদলের কাছে সুপারিশ করতে পারি। সরাসরি জেলা যুবদল থেকে বহিষ্কার করতে পারি না। সেজন্য বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

১৭/৪/২০২৫/সুরমা টিভি/শামীমা