, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টির পানিতে তলিয়ে থাকা নালায় লেগুনা পড়ে নিহত ২, আহত ৩ জন

  • SURMA TV 24
  • Update Time : ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ১৩৭৫ Time View


অনলাইন নিউজ ডেস্ক:
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি যাত্রীবাহী লেগুনা বৃষ্টির পানিতে তলিয়ে থাকা সড়কের পাশের খোলা নালায় (ড্রেন) পড়ে দুজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিনজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আবদুল্লাহপুর থেকে বাইপাইল সড়কের আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন বদিউল আলম গাজী (৩৫) ও হৃদয় মিয়া (৩৫)। বদিউল আশুলিয়ায় এনভয় গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় এবং হৃদয় ইউনিমাস স্পোর্টসওয়্যার লিমিটেডে কাজ করতেন। মরদেহ আশুলিয়ার বেসরকারি নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়েছে। আহত যাত্রী বিলকিস (৩২), সুব্রত পাল (৩৩) এবং নুরুল ইসলামকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও আশুলিয়া থানা–পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাতটার দিকে আশুলিয়ার বিভিন্ন কারখানা ওভারটাইম (অতিরিক্ত কাজ) শেষে ছুটি দেওয়া হয়। কারখানায় কাজ শেষে লেগুনায় করে গন্তব্যে ফিরছিলেন বদিউল আলম ও হৃদয় মিয়া। এ ছাড়া ওই লেগুনায় আরও বেশ কয়েকজন যাত্রী ছিলেন। লেগুনাটি আবদুল্লাহপুর থেকে বাইপাইল সড়কের আশুলিয়ার জামগড়া এলাকায় পৌঁছালে পানিতে তলিয়ে থাকা সড়কের পাশের খোলা নালায় পড়ে যায়। পথচারীরা কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়ে দেন। খবর পেয়ে জিরাব ফায়ার সার্ভিস ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান।

হাসপাতালে চিকিৎসাধীন সুব্রত পাল বলেন, জামগড়া এলাকায় লেগুনাটি জ্যামে (যানজটে) পড়ে। চালক তখন বাঁ দিক দিয়ে ঘুরে অন্য সড়ক দিয়ে যাওয়ার কথা বলেন। তিনি তখন তাকে বাঁ দিক দিয়ে যেতে নিষেধ করেন। করেছিলাম; কিন্তু চালক রাগ করে তাকে চুপ করে বসে থাকতে বলেন। এরপর ওই পথে নিতে গেলে পরে সড়কের পাশে গর্তের (ড্রেন) পানিতে পুরা গাড়ি ডুবে গেছে। গাড়িতে ৯ জন যাত্রী ছিলেন। সামনে ড্রাইভারের ওখানে সম্ভবত আরও তিনজন ছিলেন; কোনো শিশু ছিল না।

জিরাব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম বলেন, ওই স্থানে নালা প্রায় ১৫ ফুট গভীর। পানিতে তলিয়ে থাকা ওই নালায় যাত্রীবাহী লেগুনাটি পড়ে যায়। পথচারীরা যাত্রীদের পানি থেকে তুলেছেন।

আবু সায়েম বলেন, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। রশি বেঁধে লেগুনাটি ড্রেন থেকে তোলা হয়। কেউ কেউ বলছিলেন, লেগুনার যাত্রী একটি শিশু নিখোঁজ আছে। তবে পানিতে নেমে খোঁজ করে কিছু পাওয়া যায়নি।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চান বলে জানিয়েছেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ আইনিপ্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

১৬/৪/২০২৫/সুরমা টিভি/শামীমা

বৃষ্টির পানিতে তলিয়ে থাকা নালায় লেগুনা পড়ে নিহত ২, আহত ৩ জন

Update Time : ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫


অনলাইন নিউজ ডেস্ক:
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি যাত্রীবাহী লেগুনা বৃষ্টির পানিতে তলিয়ে থাকা সড়কের পাশের খোলা নালায় (ড্রেন) পড়ে দুজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিনজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আবদুল্লাহপুর থেকে বাইপাইল সড়কের আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন বদিউল আলম গাজী (৩৫) ও হৃদয় মিয়া (৩৫)। বদিউল আশুলিয়ায় এনভয় গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় এবং হৃদয় ইউনিমাস স্পোর্টসওয়্যার লিমিটেডে কাজ করতেন। মরদেহ আশুলিয়ার বেসরকারি নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়েছে। আহত যাত্রী বিলকিস (৩২), সুব্রত পাল (৩৩) এবং নুরুল ইসলামকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও আশুলিয়া থানা–পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাতটার দিকে আশুলিয়ার বিভিন্ন কারখানা ওভারটাইম (অতিরিক্ত কাজ) শেষে ছুটি দেওয়া হয়। কারখানায় কাজ শেষে লেগুনায় করে গন্তব্যে ফিরছিলেন বদিউল আলম ও হৃদয় মিয়া। এ ছাড়া ওই লেগুনায় আরও বেশ কয়েকজন যাত্রী ছিলেন। লেগুনাটি আবদুল্লাহপুর থেকে বাইপাইল সড়কের আশুলিয়ার জামগড়া এলাকায় পৌঁছালে পানিতে তলিয়ে থাকা সড়কের পাশের খোলা নালায় পড়ে যায়। পথচারীরা কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়ে দেন। খবর পেয়ে জিরাব ফায়ার সার্ভিস ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান।

হাসপাতালে চিকিৎসাধীন সুব্রত পাল বলেন, জামগড়া এলাকায় লেগুনাটি জ্যামে (যানজটে) পড়ে। চালক তখন বাঁ দিক দিয়ে ঘুরে অন্য সড়ক দিয়ে যাওয়ার কথা বলেন। তিনি তখন তাকে বাঁ দিক দিয়ে যেতে নিষেধ করেন। করেছিলাম; কিন্তু চালক রাগ করে তাকে চুপ করে বসে থাকতে বলেন। এরপর ওই পথে নিতে গেলে পরে সড়কের পাশে গর্তের (ড্রেন) পানিতে পুরা গাড়ি ডুবে গেছে। গাড়িতে ৯ জন যাত্রী ছিলেন। সামনে ড্রাইভারের ওখানে সম্ভবত আরও তিনজন ছিলেন; কোনো শিশু ছিল না।

জিরাব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম বলেন, ওই স্থানে নালা প্রায় ১৫ ফুট গভীর। পানিতে তলিয়ে থাকা ওই নালায় যাত্রীবাহী লেগুনাটি পড়ে যায়। পথচারীরা যাত্রীদের পানি থেকে তুলেছেন।

আবু সায়েম বলেন, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। রশি বেঁধে লেগুনাটি ড্রেন থেকে তোলা হয়। কেউ কেউ বলছিলেন, লেগুনার যাত্রী একটি শিশু নিখোঁজ আছে। তবে পানিতে নেমে খোঁজ করে কিছু পাওয়া যায়নি।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চান বলে জানিয়েছেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ আইনিপ্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

১৬/৪/২০২৫/সুরমা টিভি/শামীমা