সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
পহেলা বৈশাখের আয়োজনে ফ্যাসিস্ট মোটিফ নির্মাণকারী সন্দেহে মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।
মানিকগঞ্জে চিত্রশিল্পীর বাড়িতে আগুন, তদন্তে গুরুত্ব দিচ্ছে প্রশাসন
মো. ইউসুফ আলী
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে গড়পাড়া বাজার এলাকার ওই বাড়িতে আগুন দেয়া হয় বলে জানায় তার পরিবার।
এ ঘটনাকে গুরুত্ব সহকারে তদন্ত করছে প্রশাসন। বুধবার (১৬ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে সক্রিয় রয়েছে।
মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দোষী প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানিয়েছেন, তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণ করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িটি জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি।
এদিকে বর্ষবরণ উপলক্ষে ঢাকায় আয়োজিত শোভাযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি সদৃশ একটি ফ্যাসিস্ট মোটিফ বানানো হয়, যা নিয়ে নানা আলোচনা তৈরি হয়। ধারণা করা হচ্ছে, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ এই মোটিফ নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন এমন সন্দেহে তার বাড়িতে হামলা চালানো হয়ে থাকতে পারে।
তবে মানবেন্দ্র ঘোষ জানান, তিনি ওই বিতর্কিত মোটিফের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি বলেন,আমি শুধু বাঘের মোটিফটি তৈরি করেছি, ফ্যাসিস্ট মোটিফের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।