লাখো বীর শহীদ ও লাখ লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের মহান বিজয় দিবস উদযাপনে সর্বোচ্চ জমায়েতের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ইতোমধ্যে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আগামী সোমবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে গমন এবং সেখান থেকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শায়িত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিজয় দিবসের দিনে বিকালে মানিক মিয়া অ্যাভিনিউতে হচ্ছে কনসার্ট। ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এই বিজয় উদযাপন করছে বিএনপি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর নয়া পল্টনে বিএনপি’র এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে দলের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি/আহ্বায়ক/সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।