লিখব না চিঠি আর- প্রেম দাস রায়
- Update Time : ০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ১২ Time View
আর আমি–লিখব না চিঠি তোমায়– শুনাবনাকবিতা আর– যার লাগি ছিল তোমার প্রতীক্ষাঅধীর-সে সব অতীত আজি–আজি শুধু শূন্যবুকে-নি:শব্দ নীরবতা–হোক না ইচ্ছা যত গানশুনিবার– পায়ে পায়ে হেঁটে যাওয়া দূর নির্জনেভোরের পরশ পেতে হিমেল হাওয়ায়– পলাশরাঙা আকাশের নিচে চুপি চুপি বলা সেই কথাএই পথ চলা যদি শেষ হয় কোনদিন— ভুলনাআমায় তুমি–স্মৃতি গুলি রেখ যতনে– এ পরাবাস্তব শুধু– জমা রাখে মিথ্যে অভিমান। । এই যে জোয়ার নদী–কূলে কূলে উছলায়– ভাটা হলেকাদা জলে কঙ্কাল তার– হাসে উপহাসে– তবুজানে সে–আসবে জোয়ার আবার–তন্বী যৌবনএ্ঁকে যাবে বুকে তার– স্বপ্ন কত– আমাদেরস্বপ্ন গুলো– মরে গেলে আসবেনা ফিরে– এক রাশশূন্যতা শুধু-আকাশকে সাক্ষী রেখে — বলে যাবে সেই কথা— কেন মিছে অভিমান- –অভিমানকার পরে?।। হয়তোবা –থাকব না আমি–থাকবে নাতুমি ও– কি;বা- থাকব দুজনেই দুপারে নদীর, কিছুদিন লিখব চিঠি– মুখোমুখি গান শোনাবারহলেও ইচ্ছে–পারব না শোনাতে- থাকবেনা আব দার কোন কবিতা শোনার- -দুরভেদ্য পাচীল এক– যদি গড়ে তোলে বিচ্ছেদ মাঝে– ভোরের আলো তবু মেখে নিতে গায়ে– অজানার পথে হেঁটে যেও একা- হাঁটব আমি ও–উত্তর প্রজন্মের কেউ — হয় তোবা থাকবে সাথে— কাটিওনা একাকী নি:সঙ্গ জীবন–সন্ধ্যা হলে থেকনা বাইরে– ছায়া হয়ে থাকব সাথে– সেই আঁধারে।। এ তো শুধু–কথার কথা নয়– বুঝেছি যখনবাকরুদ্ধ নিশ্চুপ মিথ্যে অভিমানে– অভিসম্পাতকরেছি যত আপনার পরে– সে মোর বোকামি–কেন ভাবি কথা সেই– অতীত তো অতীত ই– বর্ত মান– সেও তো অতীতের গর্ভে হয়ে যাবে লীন– কেন দীর্ঘ শ্বাস তবে?। । জীবনে নেমেছে যখন–গৈরিক ছায়া সূর্যের– কল্প চোখে দেখি আমি সেই নদী টাকে– যার সাথে কেটেছে আমার বাল্য ও কৈশোর– যৌবনের ঊষালগ্ন–সে ওতো সেই নদী ঘিরে– এখন যে নদী কূলে রয়েছি আমি, সন্ধ্যা হলে — ফিরতে চায়না মন– কত রাত কেটে যায় একাকী নদীর সাথে— র’ই কান পেতে, দূর হতে–যদি আচানক আসে ভেসে-এইতো আমিতোমার পাশে ভাবছ কেন এত–দু:খ ব্যাথা আসুক যত, সারা জীবন র’ইব পাশে এই করেছি ব্রত- যদিভুলতে নাই পার — আমি দেব ভুলিয়ে–আমার বা্ঁচার স্বপ্ন রেখে যাব তোমার মাঝে –আপন রক্ত দিয়ে।। কিছুই আসে না ভেসে–মনে তবু বিশ্বাস দৃঢ়– আছ তুমিআছ পাশে– তাইতো আমার একাকী এই পথ চলাকে বলেছে নেই তুমি আর এই ভুবনে–ঢেউয়ে ঢেউ য়ে উছল নদী সেই কথা কয় সঙ্গোপনে–,যে আছে তোর হৃদয় জুড়ে—শ্মশান কবর খূঁজবি কোথায় তারে– চিঠি লেখার ইচ্ছেটা তোর– মন থেকে তুই — দে না বিদায় করে।।
৩/১/২০২৫/সুরমা টিভি ২৪/শামীমা