অনলাইন নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি ৪৯০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।শুক্রবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।এতে জানানো হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা করা হয়েছে বলে এতে জানানো হয়।
৩রা জানুয়ারি২০২৫/সুরমা টিভি ২৪/শামীমা