অনলাইন নিউজ ডেস্ক:
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ’মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মানুষের ঢল নেমেছে।
শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় মূল কর্মসূচি শুরুর সময় নির্ধারিত থাকলেও সকাল থেকেই সেখানে জড়ো হচ্ছেন দেশের দক্ষিণ-পূর্ব জেলাগুলো থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তারা গুলিস্তান হয়ে আলাদা আলাদা মিছিল ও স্লোগান দিয়ে সচিবালয় ও পল্টন সড়ক দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে যাচ্ছেন। অংশগ্রহণকারীদের হাতে হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা। মিছিলে ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুর জুতার মালা গলায় দেওয়া প্রতিকৃতিও দেখা গেছে।
মিছিলে ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুর জুতার মালা গলায় দেওয়া প্রতিকৃতিও দেখা গেছে।
‘ফ্রি প্যালেস্টাইন’- স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে গোটা এলাকা। সাধারণ জনগণ ছাড়াও কর্মসূচিতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
১২/৪/২০২৫/ সুরমা টিভি /শামীমা