মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় ঘোষণা দিয়েছেন। বিশ্বের ৭৫টি দেশের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন। তবে চীনকে কোনো ছাড় দেননি তিনি। দেশটির ওপর শুল্ক ১০৪ শতাংশ থেকে আরও একবার বাড়িয়ে ১২৫ শতাংশ করেছেন।
এর ফলে যুক্তরাষ্ট্র এখন চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আদায়প করবে। ট্রাম্প বলেন, চীন বিশ্ববাজারের সঙ্গে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আচরণ করেছে, তা আর সহ্য করা হবে না। তিনি বলেন, চীনের আমেরিকা ও অন্যান্য দেশ থেকে সুবিধা নেয়ার সেই যুগ এখন শেষ। আমেরিকা এখন তার স্বার্থ রক্ষা করবে।
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ অব্যাহত রয়েছে। চীনা পণ্যের ওপর ধাপে ধাপে শুল্ক বৃদ্ধি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাব দিয়ে চীন বলছে, তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এবং নিজেদের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা ব্যবস্থা নেবে।
ট্রাম্পের ঘোষণার পরদিন বৃহস্পতিবার (৩ এপ্রিল) চীন এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে শুল্ক আরোপের পদক্ষেপ বাতিল করার আহ্বান জানায় এবং পরদিন শুক্রবার (৪ এপ্রিল) যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে।
জবাবে চীনের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। গত সোমবার (৭ এপ্রিল) ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘চীন যদি মঙ্গলবারের (৮ এপ্রিল) মধ্যে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে যুক্তরাষ্ট্র বুধবার (৯ এপ্রিল) থেকে কার্যকরভাবে চীনের ওপর অতিরিক্ত আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে। সেই সঙ্গে আমাদের সাথে চীনের অনুরোধকৃত সব আলোচনা বাতিল করা হবে।’
কিন্তু ট্রাম্পের হুমকি মাথায় নত করেনি চীন। মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করেনি দেশটি। যার প্রেক্ষিতে বুধবার (৯ এপ্রিল) হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী চীনা বেশকিছু পণ্যের ওপর ১০৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। যা বুধবার থেকেই এটি কার্যকর হবে।
হোয়াইট হাউসের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে পাল্টা জবাব দিয়েছে বেইজিং। বিবিসির এক প্রতিবেদন মতে, যুক্তরাষ্ট্র থেকে সমস্ত পণ্যে আমদানি শুল্ক ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৮৪ শতাংশে উন্নীত করে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার চীনের স্টেট কাউন্সিলের কাস্টমস ট্যারিফ কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকেই নতুন এই শুল্ক কার্যকর হবে।