রাশিয়ার ফার ইস্ট ও নর্থ ককেশাস অঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ২ হাজার হেক্টর বা ৫ হাজার একর বনভূমি পুড়ছে। হতাহত হয়েছে বেশ কয়েকজন। আগুন নেভাতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
ডয়চে ভেলের প্রতিবেদন মতে, গত সপ্তাহে রাশিয়ার ফার ইস্ট ও নর্থ ককেশাসের সাইবেরিয়ার তিনটি অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে। দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থা বিভাগ জানিয়েছে, খাকাসিয়া প্রজাতন্ত্রের পাশাপাশি ক্রাসনোয়ারস্ক ও ইরকুটস্ক অঞ্চলে আগুন জ্বলছে।
শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে দমকলকর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, দাবানলে ক্রাসনোয়ারস্ক অঞ্চলের চিতা শহরে ৩৩টি বাড়িসহ ৬৫টি ভবন ধ্বংস হয়েছে।
আগুনে এই এলাকায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। এখন ২ হাজার হেক্টর বনভূমিজুড়ে আগুন জ্বলছে।
দাবানলে জ্বলছে উত্তর ককেশাসের দাগেস্তানও। সেখানে ৩৭০ জনের বেশি দমকলকর্মী, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবক দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে।
রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদন মতে, গত সপ্তাহে রাশিয়ার ১৬টি অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা ১৪ হাজার ৮০০ একরেরও বেশি এলাকা জুড়ে ১১১টি দাবানল সফলভাবে নিয়ন্ত্রণে এনেছে। যদিও ৫৫টি সক্রিয় দাবানল এখনও রয়েছে।