, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আম্পায়ার গাজী সোহেল বিকেএসপিতে অসুস্থ হয়ে পড়লেন।

  • SURMA TV 24
  • Update Time : ০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১৩৭৯ Time View

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

কিছুদিন আগেই বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন তামিম ইকবাল। জাতীয় দলের অধিনায়ককে সময়মতো চিকিৎসা দেয়ার সুযোগ ঘটায় এ যাত্রায় প্রাণে বেঁচে গেছেন তিনি। এই ধাক্কা না কাটতেই বুধবার (৯ এপ্রিল) বিকেএসপিতে অসুস্থ হয়ে পড়েছেন আম্পায়ার গাজী সোহেল।
অসুস্থ অনুভব করায় ম্যাচ পরিচালনা করতে নামেননি গাজী সোহেল। বাংলাদেশের এই আম্পায়ারের আছে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও।

ডিপিএলে আজ অগ্রণী ব্যাংক ও মোহামেডানের মধ্যকার ম্যাচটি পরিচালনা করার কথা ছিল গাজী সোহেলের। কিন্তু শারীরিকভাবে সুস্থ অনুভব না করায় আর মাঠে নামেননি তিনি। ম্যাচ রেফারি দেবব্রত পাল জানিয়েছেন, মাঠে আসর পরপরই ভালো অনুভব করছিলেন না সোহেল। মাঠেও নামেননি তিনি। তার বদলে রিজার্ভ আম্পায়ার ম্যাচটি পরিচালনা করছেন।

আম্পায়ার্স কমিটি জানিয়েছে, ভালো অনুভব না করায় বিকেএসপির হাসপাতালে গিয়েছিলেন সোহেল। সেখানে তার প্রেশার ও পালস চেক করা হয়। প্রেশার স্বাভাবিক থাকলেও পালস বেড়ে যাওয়াতেই অসুস্থ অনুভব করছিলেন তিনি।

আম্পায়ার্স কমিটি আরও জানিয়েছে, এখন সুস্থ আছেন এই আম্পায়ার। ঘুমাচ্ছেন তিনি।

ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও আম্পায়ারিং করেছেন সোহেল। এখন পর্যন্ত ৮টি ওয়ানডে এবং ৩১টি টি-টোয়েন্টি পরিচালনা করেছেন তিনি।

গত মাসে বিকেএসপিতেই ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। যে কারণে সাভারের কেপিজে স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে যাওয়া তামিমকে ফেরাতে প্রাণপণে চেষ্টা করে সফল হয় চিকিৎসকরা। এখন অনেকটাই সুস্থ তিনি। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন তামিম।

আম্পায়ার গাজী সোহেল বিকেএসপিতে অসুস্থ হয়ে পড়লেন।

Update Time : ০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

কিছুদিন আগেই বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন তামিম ইকবাল। জাতীয় দলের অধিনায়ককে সময়মতো চিকিৎসা দেয়ার সুযোগ ঘটায় এ যাত্রায় প্রাণে বেঁচে গেছেন তিনি। এই ধাক্কা না কাটতেই বুধবার (৯ এপ্রিল) বিকেএসপিতে অসুস্থ হয়ে পড়েছেন আম্পায়ার গাজী সোহেল।
অসুস্থ অনুভব করায় ম্যাচ পরিচালনা করতে নামেননি গাজী সোহেল। বাংলাদেশের এই আম্পায়ারের আছে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও।

ডিপিএলে আজ অগ্রণী ব্যাংক ও মোহামেডানের মধ্যকার ম্যাচটি পরিচালনা করার কথা ছিল গাজী সোহেলের। কিন্তু শারীরিকভাবে সুস্থ অনুভব না করায় আর মাঠে নামেননি তিনি। ম্যাচ রেফারি দেবব্রত পাল জানিয়েছেন, মাঠে আসর পরপরই ভালো অনুভব করছিলেন না সোহেল। মাঠেও নামেননি তিনি। তার বদলে রিজার্ভ আম্পায়ার ম্যাচটি পরিচালনা করছেন।

আম্পায়ার্স কমিটি জানিয়েছে, ভালো অনুভব না করায় বিকেএসপির হাসপাতালে গিয়েছিলেন সোহেল। সেখানে তার প্রেশার ও পালস চেক করা হয়। প্রেশার স্বাভাবিক থাকলেও পালস বেড়ে যাওয়াতেই অসুস্থ অনুভব করছিলেন তিনি।

আম্পায়ার্স কমিটি আরও জানিয়েছে, এখন সুস্থ আছেন এই আম্পায়ার। ঘুমাচ্ছেন তিনি।

ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও আম্পায়ারিং করেছেন সোহেল। এখন পর্যন্ত ৮টি ওয়ানডে এবং ৩১টি টি-টোয়েন্টি পরিচালনা করেছেন তিনি।

গত মাসে বিকেএসপিতেই ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। যে কারণে সাভারের কেপিজে স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে যাওয়া তামিমকে ফেরাতে প্রাণপণে চেষ্টা করে সফল হয় চিকিৎসকরা। এখন অনেকটাই সুস্থ তিনি। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন তামিম।