অনলাইন নিউজ ডেস্ক:
মিয়ানমারের মান্দালয় অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর গত ১১ দিনে ৯৮টি আফটারশক রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার দেশটির আবহাওয়া ও জলবিদ্যা বিভাগ এ তথ্য জানিয়েছে।
এই আফটারশকগুলোর মাত্রা ছিল ২.৮ থেকে ৭.৫ পর্যন্ত। মিয়ানমারের রাষ্ট্রীয় তথ্য দলের বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫ হাজার ১৭ জন এবং এখনও নিখোঁজ রয়েছেন ১৬০ জন।
২৮ মার্চ প্রথম ভূমিকম্পের কয়েক মিনিট পর ৬.৪ মাত্রার আরেকটি আফটারশক আঘাত হানে। এতে মান্দালয়, সাগাইং ও নেপিদো শহর ধ্বংসস্তূপে পরিণত হয় এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন। ভূমিকম্পের পর মিয়ানমার এক সপ্তাহের শোক ঘোষণা করেছে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো ভূমিকম্প পরবর্তী ত্রাণ কার্যক্রম জোরদার করতে চেষ্টা করছে। হাসপাতালগুলোতে প্রচুর আহত রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
এই অবস্থায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থা ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠিয়েছে মিয়ানমারে।
৮/৪/২০২৫/সুরমা টিভি/ শামীমা