অনলাইন নিউজ ডেস্ক:
ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদ ও গাজাবাসীর ডাকা হরতালের সমর্থনে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় ওই এলাকার চারদিকে বিক্ষোভকারীদের ঢল নেমেছে। সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন ফটোকার্ড ও ব্যানার নিয়ে মিছিল নিয়ে সমবেত হয়েছেন শত শত মানুষ।
সোমবার (৭ এপ্রিল) বিকাল ৪টায় সরেজমিন দেখা যায়, তরুণ-তরুণী শিক্ষার্থী ও নানা পেশাজীবী মানুষ একে একে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে সংসদ ভবনের সামনে সমবেত হয়েছেন। ঘণ্টাব্যাপী সমাবেশ শেষে বিকাল ৫টার দিকে একটি প্রতিবাদী মিছিল বের করে মানিক এভিনিউ সড়কে প্রদক্ষিণ করে।
2
ফিলিস্তিনের পাশে দাঁড়াতে মুসলমান নয়, হতে হবে মানুষ, আমার ভাই মরলো কেনও জবাব চাই, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, বীর বাঙালি জেগেছে, ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে, বীর বাঙালি অস্ত্র ধর, ফিলিস্তিনি মুক্ত করো, এমন নানান স্লোগানে মুখর হয়েছিল পুরো প্রাঙ্গণ।
3
মানিক মিয়ে এভিনিউতে মানুষের ঢল
বিক্ষোভে অংশগ্রহণ করা একজন প্রকৌশলী সামছুজ্জামান বাবুল বলেন, আজকে আমরা এসেছি এটি আমাদের ঈমানি দায়িত্ব। আমাদের এখানে থেকে দাবি তুলতে চাই। আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী তিনি একজন কূটনৈতিক কৌশলী। বাংলাদেশের ১৮ কোটির প্রতিনিধি হিসেবে আমাদের একটাই দাবি, এই যুদ্ধ বন্ধ করতে আমাদের রাষ্ট্র প্রধানকে কাজ করতে হবে। বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে রক্তকরণ হচ্ছে, সবার ঘর থেকে বের হতে হবে।
4
ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন অনেকে
যার যার জায়গা থেকে এ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, পৃথিবীর সব ধরণের নিপীড়িত মানুষের কান্না এক। আমরা নেতানিয়াহুর রক্তপিপাসু বিরুদ্ধে সোচ্চার হয়েছি। বাংলাদের তরুণদের মতো সারা বিশ্বে ফিলিস্তিনের পক্ষে একই শব্দ উচ্চারণ হোক।
৭/৪/২০২৫/সুরমা টিভি/ শামীমা