অনলাইন নিউজ ডেস্ক:
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে আরও যুক্ত হয়েছিলেন আশেপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পথচারীরা।
সোমবার (৭ এপ্রিল) সকালে কবি নজরুল সরকারি কলেজের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় ফিলিস্তিন ফিলিস্তিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরান ঢাকার আকাশ বাতাস।
বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘বয়কট ইসরায়েলি পণ্য’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এসময় তাদের সঙ্গে সংহতি জানিয়ে পুরান ঢাকার বিভিন্ন ব্যবসায়ীরা দোকানপাট ও মার্কেট বন্ধ রাখেন।
বিক্ষোভকারীরা বলেন, ফিলিস্তিন মুসলমানদের আত্মার অংশ। সেখানে চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিক্ষোভে অংশ নেওয়া কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী আরাফাত রহমান বলেন, ইজরায়েলের বর্বর হামলায় হাজারো ফিলিস্তিনি মুসলিম মারা গেছে। আমরা কিছুই করতে পারিনি ওদের জন্য। আমরা শুধু চেয়ে চেয়ে দেখেছি আর আক্ষেপ করছি। আমরা চাই ফিলিস্তিনে এই গণহত্যা বন্ধ হোক।
শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, বিশ্ব মানবতা এবং বিবেকের এই দুরবস্থা সহ্য করতে পারছি না। ফিলিস্তিনের দৃশ্য দেখলেই চোখ ঝাপসা হয়ে আসে, বুক ভেঙে যায় অসহায় বোবা আর্তনাদে। এ কোন নিষ্ঠুর, নির্মম, নির্লজ্জ, নৃশংস পৃথিবী! এই বর্বরতার শেষ চাই।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া মো. ইসমাইল হোসেন নামের একজন পথচারী বলেন, ইসরায়েলের গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর হস্তক্ষেপ নিশ্চিত করতে কী কী করা যেতে পারে, সেই কাজগুলো করা উচিত। এই উদ্যোগ বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম দেশকে শীঘ্রই নেওয়া উচিত। একইসঙ্গে আমাদের সবার উচিত ইসরায়েলের পণ্য বর্জন করা। মজলুম ফিলিস্তিনি মানুষের পাশে আজ গোটা বাংলাদেশ।
৭/৪/২০২৫/সুরমা টিভি / শামীমা