অনলাইন নিউজ ডেস্ক:
নাটক ইন্ডাস্ট্রিতে বছরের সবচেয়ে বড় আয়োজনটি হয় রমজানের ঈদে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। শতাধিক নতুন নাটক নির্মাণ হয়েছে এবার। যার বেশিরভাগই টিভিতে সম্প্রচারের পাশাপাশি উন্মুক্ত হবে প্রতিষ্ঠত সব ইউটিউব চ্যানেলে। নজর দেওয়া যাক ঈদের চতুর্থ দিন(৩ এপ্রিল) কোন নাটক-টেলিফিল্মগুলো সম্প্রচার হবে বিভিন্ন টিভি চ্যানেলে।
এটিএন বাংলা
বিকেল ৫টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘বন্ধু তুই আমার’। অভিনয়ে তানভীর, জান্নাত মীম, হোসেন নিরব প্রমুখ। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিশেষ নাটক ‘ছাত্রী পড়ানো নিষেধ’। অভিনয়ে আরশ খান, সামিরা প্রমুখ। রাত ৮টা ৪৫ মিনিটে নাটক ‘নিয়তি’। অভিনয়ে মুশফিক আর ফারহান, আইশা খান প্রমুখ। রাত ১১টায় বিশেষ টেলিফিল্ম ‘আমি শুধু চেয়েছি তোমায়’। অভিনয়ে জোভান, তটিনী প্রমুখ।
চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ঘোর’। অভিনয়ে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘মেঘবালিকা’। অভিনয়ে অপূর্ব, নাজনীন নীহা প্রমুখ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ধারাবাহিক ‘মিশন মুন্সিগঞ্জ’। অভিনয়ে আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, আশনা হাবিব ভাবনা প্রমুখ। ৭টা ৫০ মিনিটে নাটক ‘লাভ মি মোর’। অভিনয়ে তৌসিফ, মারিয়া শান্ত, বহ্নি হাসান, পারসা ইভানা প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘ভাগাও ডটকম’। অভিনয়ে আরশ খান, তাসনুভা তিশা প্রমুখ।
বৈশাখী টেলিভিশন
বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক ‘ব্ল্যাক মানি’। অভিনয়ে কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর প্রমুখ। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘মানি লোকের মান’। অভিনয়ে জাহের আলভী, ফারজানা আহসান মিহি প্রমুখ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক ‘শাশুড়ির বিয়ে’। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাশার, শেলী আহসান প্রমুখ।
৭টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘লন্ডনি জামাই’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান, আহসানুল হক মিনু প্রমুখ। রাত ৮টা ১৫ মিনিটে একক নাটক ‘মন খারাপের ঘর’। অভিনয়ে খায়রুল বাসার, তানজিন তিশা প্রমুখ। ৯টা ২০ মিনিটে ধারাবাহিক ‘ট্রাক ড্রাইভার’। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি প্রমুখ। ৯টা ৫৫ মিনিটে একক নাটক ‘কোনো একদিন’। অভিনয়ে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, সৌম্য জ্যোতি প্রমুখ। ১১টা ৪০ মিনিটে মেগা নাটক ‘পাঁচ টন’। অভিনয়ে ফারজানা আহসান মিহি, আনন্দ খালেদ, সিয়াম নাসির প্রমুখ।
এনটিভি
বেলা ২টা ৩০ মিনিটে নাটক ‘কাজল ভোমরা’। অভিনয়ে সামিরা খান মাহি, জোনায়েদ বোগদাদী প্রমুখ। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘রূপবানের প্রেম’। অভিনয়ে তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, কচি খন্দকার প্রমুখ। ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘মায়া ফুল’। অভিনয়ে ইয়াশ রোহান, আইশা খান প্রমুখ। রাত ৯টা ১৫ মিনিটে একক নাটক ‘মুসাফিরখানা’। অভিনয়ে নিলয়, হিমি প্রমুখ। ১১টা ৫ মিনিটে একক নাটক ‘নিয়ামত’। অভিনয়ে মুশফিক আর ফারহান, আইশা খান প্রমুখ।
বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘ফানিমুন-২’। অভিনয়ে নিলয় আলমগীর, সামিরা খান মাহি প্রমুখ। বিকেল ৫টায় থ্রিলার ধারাবাহিক ‘ননসেন্স’। অভিনয়ে ইন্তেখাব দিনার, আইশা খান, মিলি বাশার, জাকিরা বারী মম প্রমুখ। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘টিম আফ্রিকা’। অভিনয়ে মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলম প্রমুখ। ৭টা ৪০ মিনিটে একক নাটক ‘যাদু’। অভিনয়ে মোশাররফ করিম, মীম চৌধুরী প্রমুখ। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক ‘চার কুতুব’। অভিনয়ে চাষী আলম, পাভেল, মুসাফির বাচ্চু, শামীমা নাজনীন প্রমুখ। ৯টা ২৫ মিনিটে একক নাটক ‘নয়নের কাজল’। অভিনয়ে মুশফিক আর ফারহান, তানিয়া বৃষ্টি প্রমুখ। ১০টা ৪০ মিনিটে একক নাটক ‘গায়েবী প্রেম’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ।
আরটিভি
রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক ‘এক্সকিউজ মি প্লিজ’। অভিনয়ে শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, শখ প্রমুখ। ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘মান্নানের মানসম্মান’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। ১১টা ৩০ মিনিটে একক নাটক ‘তোমার জন্য ভালোবাসা’। অভিনয়ে নিলয়, হিমি প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন
বিকেল ৫টা ৫০ মিনিটে টেলিফিল্ম ‘কী মায়ায় জড়ালে’। অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী প্রমুখ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক ‘বিয়ের জ্বালা’। অভিনয়ে শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, নাদিয়া মীম প্রমুখ। রাত ৮টায় নাটক ‘হৃদয়ের এক কোণে’। অভিনয়ে জোভান, তটিনী প্রমুখ। ৯টা ১০ মিনিটে ধারাবাহিক ‘মধুমালা’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ প্রমুখ। ১০টা ২০ মিনিটে নাটক ‘ভুল সবই ভুল’। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। অভিনয়ে তৌসিফ, নাজনীন নীহা প্রমুখ।
দীপ্ত টিভি
সন্ধ্যা ৭টায় একক নাটক ‘তুমি রবে নীরবে’। অভিনয়ে শাশ্বত দত্ত, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ৮টায় একক নাটক ‘উড়নচণ্ডী’। অভিনয়ে মোশাররফ করিম, মাহা প্রমুখ। ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক ‘কথা হবে হিসাব করে’। ১১টা ৫ মিনিটে একক নাটক ‘আমি যা দেখি’। অভিনয়ে জোভান, আইশা খান প্রমুখ।
নাগরিক টেলিভিশন
রাত ৮টায় নাটক ‘প্রবাসীর আপনজন’। অভিনয়ে জামিল, জারা নূর প্রমুখ।
৩/৪/২০২৫/ সুরমা টিভি/ শামীমা