সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার ২৫ গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করছে। সাতক্ষীরার ভাড়ুখালী ও বাওখোলা জামে মসজিদে এই ঈদের নামাজ আদায় করেন তারা।
রোববার (৩০ মার্চ) সকাল ৮ টায় সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজে নারীরাও অংশ নেন। এতে ইমামতি করেন বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোহাব্বত আলী। এছাড়া একই সময়ে ভাড়–খালী আহলে সুন্নত আল জামায়াত জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে নামাজে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান।
মুসল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা ও ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় আজও তারা ঈদুল ফিতর উদ্যাপন করছেন। সবার আগে ঈদ উদ্যাপন করে তারা খুশি।
ঈদের নামাজ শেষে বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মহববত আলী বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে নয়, চাঁদের সঙ্গে মিল রেখেই প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।
সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্তর, ভোঁদড়া, ঘোনা, ভাড়ুখালি, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫ গ্রামের পাঁচ শতাধিক মানুষ আজকে ঈদের নামাজে অংশ নেন।