সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ির ফিরছে মানুষ। এতে মহাসড়কেও বাড়ছে যানবাহন ও যাত্রীর চাপ। তবে কোথাও যানজট না থাকায় নির্বিঘ্নেই বাড়ি ফিরছে উত্তরের ঘরমুখো মানুষ।
মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ।
শনিবার (২৯ মার্চ) সকাল থেকে উত্তরের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়তে থাকে যানবাহনের চাপ। যাত্রীবাহী বাসের পাশাপাশি খোলা ট্রাক, ব্যক্তিগত যানবাহন ছাড়াও অনেকে মোটরসাইলে করে বাড়ি ফিরতে দেখা যায়।
ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী বাসের চালক নাজমুল হোসেন বলেন, ঢাকা থেকে যমুনা সেতু পাড় হতে ৩ ঘণ্টা সময় লেগেছে। আগে ঈদের সময় যমুনা সেতু পাড় হতেই ৫ থেকে ৬ ঘণ্টা লেগে যেত। এবার মহাসড়কে একেবারেই যানজট নেই। তাই সময় মতো পৌঁছাতে পারবো বলে আশা করি।
গাজিপুর থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাসের চালক এনামুল হক জানান, টাঙ্গাইলে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত উত্তরবঙ্গ মহাসড়কে চারলেনের কাজ অনেকটা শেষ হওয়ায় এবার এই পথে যানজটের কোনো ভোগান্তি নেই। তাই এবার যাত্রীরা অন্যান্য বছরের তুলনায় এবার স্বস্তিতেই ঈদে বাড়ি ফিরতে পারছেন।
এদিকে যানবাহনে অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।