ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে রিয়াদের বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে বলে মত দিয়েছে রাশিয়া। পাশাপাশি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলবে বলেও জানিয়েছে মস্কো।
সোমবার (২৪ মার্চ) সৌদি আরবের রিয়াদে আলোচনায় বসেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বৈঠকে রাশিয়ার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত ফেডারেশন কাউন্সিল কমিটির প্রধান গ্রিগোরি কারাসিন রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
তিনি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাসকে বলেন,
আমরা মোটামুটি সব কিছু নিয়েই কথা বলেছি। বিস্তৃত ও গভীর আলোচনা হয়েছে। যা আমাদের ও যুক্তরাষ্ট্রের জন্য গঠনমূলক।
সোমবার দিনব্যাপী এই আলোচনাকে ওয়াশিংটন তিন বছর ধরে চলা যুদ্ধ শেষ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।
একটি রুশ সূত্র রয়টার্সকে জানিয়েছে, রিয়াদ আলোচনা সোমবার গভীর রাতে শেষ হয় এবং একটি খসড়া যৌথ বিবৃতি অনুমোদনের জন্য মস্কো এবং ওয়াশিংটনে পাঠানো হয়েছে। মঙ্গলবার যৌথ বিবৃতিটি প্রকাশ করা হতে পারে বলেও জানানো হয়।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের বৈঠকের আলোচনার প্রধান এজেন্ডা ছিল ২০২২ সালের একটি শস্য চুক্তি পুনরুজ্জীবিত করা। যার মাধ্যমে কিয়েভকে কৃষ্ণসাগর পেরিয়ে শস্য রপ্তানি করতে দেয়া হবে। এর বিনিময়ে মস্কো পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায় বলে জানানো হয়েছে।